ইদানিং বাংলাদেশ এ সাইক্লিং এর চল উঠেছে, বালক থেকে বৃদ্ধ সবাই কম বেশি সাইক্লিং এর দিকে ঝুকছেন। এই ক্ষেত্রে প্রথমেই যেই কথাটা অনেকের মনে হতে পারে যে, বাঙ্গালী হুজুগে জাতি, এটাও নতুন কোন হুজগ !
হয়তো অনেকের ক্ষেত্রে ব্যাপারটি সত্য। আবার অনেকের ক্ষেত্রে না। শুধু আমার নিজের অনুভুতি এবং কিছু উপকারিতা তুলে ধরবো।
প্রথমেই আসি কি মধু আছে সাইক্লিং এ -
১।
গতানুগতিক উপকারিতা গুলো নিয়ে কিছুই বলবো না, Google এ গেলেই আপনি আমার থেকে বেশি তথ্য পেয়ে যাবেন। বাংলাদেশ এর প্রেক্ষাপট এ রাস্তা ঘাট এর যে অবস্থা তাতে কিছু কিছু ক্ষেত্রে আপনি হেটেও অনেক জায়যায় যান বাহন এর আগে যেতে পারবেন। আর সাথে যদি সাইকেল থাকে তাহলে যে কোন প্রধান সড়কে আপনি লাখ লাখ টাকার গাড়ির থেকে আগে যেতে পারবেন তাতে কোন সন্দেহ নেই।
২। আমাদের মাঝে অনেক High Class মানুষ আছেন তারা সাইক্লিস্ট আর রিকশা চালক এর মধ্যে তেমন পার্থক্য রাখেন না, কিন্তু একটা জিনিশ কি জানেন? এই সাইক্লিস্টরা যে তাদের থেকে সব দিক থেকেই এগিয়ে...
কিভাবে?? প্রথমত আপনি যে কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক সময় এর থেকে ১ - ২ ঘন্টা সময় আগে নিয়ে তারা বের হয়।
কিন্তু একজন সাইক্লিস্ট এর ক্ষেত্রে?? দিনের সবচেয়ে ব্যস্ত সময় এ ও মিরপুর ১০ থেকে মতিঝিল যেতে ৪০ মিন - ১ ঘন্টার বেশি লাগার কথা না !
দ্বিতীয়ত, আপনি এখন গাড়িতে চড়ে বেড়াচ্ছেন ঠিকই। কিন্তু একটা সময় শরীর ঠিক করার জন্য হলেও আপনি নানা রকম ব্যায়াম করা শুরু করবেন, যেই কাজটা একজন নিয়মিত সাইক্লিস্ট এর করা লাগবে না।
তাহলে?? প্রথমে ট্রাফিক জ্যাম এর কারনে ১ - ২ ঘন্টা, পরে ব্যায়াম এর জন্য আরো ১ ঘন্টা। কি মশাই ২৪ ঘন্টার দিনে তো এমনি করেই ২ - ৩ ঘন্টা পিছিয়ে গেলেন
৩। এইবার আশা যাক মজায়, মানলাম আপনার গাড়ি - বাইক সব ই আছে, কিন্তু আপনি কি সব জায়গায় গাড়ি / বাইক নিয়ে যেতে পারবেন? অথবা গেলেও ৮ - ১০ জনের দল কি সব সময় পাবেন? ৯০% ক্ষেত্রেই উত্তর আসবে না।
যদি পারেন ও তাহলে তা কত আগে থেকে প্ল্যান করতে হবে?
কিন্তু একজন সাইক্লিস্ট এর ক্ষেত্রে এগুলো কখনই প্রযোজ্য না, কেননা এই সব ঘুড়ার ক্ষেত্রে সব সময় ই আপনি ৪ - ৫ জন মানুষ পাবেন ই যদি আপনি মিশুক হন, আর সবাই কমবেশি ঘুড়তে পছন্দ করে , আমাদের নিজেদের কিছু রাইড এর ছবি দিলে হয়ত ব্যাপারটা ভালো মত বুঝতেন
৪। এইবার স্বাস্থ্য ! ছাত্র থাকাকালিন অবস্থায় কমবেশি খেলাধুলা করতাম। শরীর ও ভালো ছিলো। কিন্তু এর পর stamina নামক বস্তুটার কথা ভুলেই গিয়েছিলাম। এখন আবার একটু একটু ফিরে পাচ্ছি
কিছু সতর্কতাঃ
১।
যদি সাইকেল চালক হন, তাহলে অবশ্যই হেলমেট ও গ্লাভস পড়ে সাইকেল চালান।
২। সর্বদাই রাস্তার বাম পাশের লেন দিয়ে চলুন।
৩। সামনের যান - বাহন থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন।
৪। রাতের বেলা সাইক্লিং করলে টেল লাইট Must।
ভুলক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।