আমাদের কথা খুঁজে নিন

   

'ইয়াহু মেইল বেটা'ইয়াহু মেইল-এর নতুন সংস্করণ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

সুবিধা: 1) আউটলুক-এর মতো ইয়াহু বেটায় না খুলেই মেইল পড়া যাবে। নির্দিষ্ট কোনো মেইলের শিরোনামে মাউস ক্লিক করলে নিচের উইন্ডোতে বার্তাটি প্রদর্শিত হবে। 2) নতুন ভার্সনের রিডিং পোল অপশনে ইনবক্সে থেকেই মেইল পড়া যায়। 3) ড্র্যাগ অ্যান্ড ড্রপের সুবিধাটি এ ভার্সনের অন্যতম আকর্ষণ।

এ অপশন দিয়ে যেকোনো মেইলকে মাউস ক্লিকে ড্র্যাগ করে যেকোনো ফোল্ডার (ট্র্যাশ, ফেভারিট ইত্যাদি) ড্রপ করা যায়। 4) নির্দিষ্ট কোনো মেইল খুঁজে পেতে রয়েছে সার্চিং 5) সরাসরি ভাইরাস ফাইল নষ্ট করার মতো এন্টিভাইরাস ফোল্ডার। 6) ইয়াহুমেইল প্রথম ইমেইল সার্ভিস যাতে যুক্ত হয়েছে শটকার্ট কি অপশন কিবোর্ডের কি চেপেই সকল কাজ করা সম্ভব। সরাসরি এড্রেস বুকে যাওয়ার জন্য রয়েছে কন্টাক্ট বাটন। 7) আরএসএস অপশনের মাধ্যমে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে সংবাদ শিরোনাম চলে আসবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।