আমাদের কথা খুঁজে নিন

   

এখন ভক্তদের ভালোবাসায় ভিজছি

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

মেরিলের নতুন বিজ্ঞাপনের মডেল সাদিয়া জাহান প্রভা। টেলিভিশনে প্রচার শুরম্ন হওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয়ে ওঠে বিজ্ঞাপনটি। আর সেই সঙ্গে ঝর্ণার পানিতে ভিজতে ভিজতে জিঙ্গেলের তালে তালে নেচে হিট হয়ে গেলেন প্রভাও। আড্ডা হলো প্রভার সাথে। ব্যসত্দ জীবনে সি্নগ্ধতা কতোটুকু? এমনিতেই আমি উচ্ছলতা পছন্দ করি।

মেরিলের বিজ্ঞাপনটা অন এয়ারে যাওয়ার পর থেকে সি্নগ্ধতা অনেক বেড়ে গেছে। ব্যসত্দ জীবন ভালোই উপভোগ করছি। আচ্ছা, প্রভা শব্দের মানে জানেন? জানেন তো আপনিও। তাও আবার বলতে বলছেন। যাক, একটা সমার্থক শব্দ বলি- সূর্য।

সূর্যের মতো আলো ছড়াতে পারবেন তো? আপনার কি মনে হয়? পারবো? আপনি তো উল্টা প্রশ্ন করে বসলেন? (হিঃ হিঃ হিঃ) আসলে আমি চেষ্টার কোনো ত্রম্নটি করবো না। ভালো কাজ করে মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে চাই। মেরিল সাবানের বিজ্ঞাপনটিতে নিজেকে মডেল হিসেবে দেখতে কেমন লাগে? মনে হয় কে রে বাবা মডেলটি, এতো সুইট মেয়ে (হিঃ হিঃ হিঃ)। বিজ্ঞাপনে তো ভেজা মেঘ, ভেজা রোদ, সেই সঙ্গে আপনার ভিজে যাওয়া ছিল। এখন কি অবস্থা? এখন ভক্তদের ভালোবাসায় ভিজছি।

শুভাকাঙ্ৰীদের পরামর্শে সি্নগ্ধ হচ্ছি। অবসরে কি করেন? এখন তো অনেক ব্যসত্দতা। অবসর পেলেই ঘুমাই, গান শুনি, টিভি দেখি। গানও না কি গাইতে পারেন? পারবো না আবার। এবারের কোজআপ ওয়ান প্রতিযোগিতার জন্য তো নাম রেজিস্ট্রেশনও করেছিলাম।

কিন্তু শেষ পর্যনত্দ মেরিলের কাজটার জন্য যাওয়া হয়নি। তাহলে তো মনে হয় ভালোই গাইতে পারেন। আমারও কিন্তু সেই আত্মবিশ্বাস আছে। আপনার কাছে একটা কথা বলে রাখি। আমি একটা ক্যাসেট বের করবো।

অনেক পরে। হয়তো-বা ততোদিনে বুড়ি হয়ে যাবো । সাজগোজে আগ্রহ কেমন? আমি নিজে সুন্দর করে সাজতে পারি না। তাই খুব একটা সাজিও না। তাছাড়া আমি তো ব্যসত্দ জীবনের সি্নগ্ধ মেয়ে, বেশি না সাজলেও চলে।

তাই না? তা অবশ্য ঠিক। আচ্ছা, কেউ যদি এই সি্নগ্ধ মেয়েকে প্রেম নিবেদন করতে চায়? প্রেম নিবেদন তো করতেই চাইবে! আমি কি দেখতে খারাপ নাকি? (আবার হাসি, মানে হংস)। তো... সত্যি বলতে কি সবে তো ক্যারিয়ার শুরম্ন। এখন এসব এড়িয়ে চলতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।