আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]ফ্লাডিং কত প্রকার ও কি কি, উদাহরন (উৎসর্গ পুরাতন ফ্লাডার শোহেইল মতাহির, সুমন চৌধুরি, অমি রহমান পিয়ালকে))[/গাঢ়]

সৃষ্টি সুখের ঊল্লাসে

ফ্লাডিং নিদির্ষ্ট সংজ্ঞা নাই। ফ্লাডিং এ শোহেইল মতাহিরকে প্রথম এবং সুমন চৌধুরিকে প্রথম রানার্সআপ ধরা যায়। অমি রহমান পিয়ালকে দ্্বিতীয় রানার্সআপের জন্য পুরষ্কার দেওন যায়। কারন তার নিজের লেখা নাই বেশির ভাগই কাটপস্ট। শোহেইল মতাহির এর কথায় সেন্টু গাইয়েন না ভাইজানেরা।

[গাঢ়]প্রথম প্রথম ডেইলি 10/15 টারও বেশী পোস্ট দিছিল উনি। [/গাঢ়] উনি মনে হয় আশা করেছিল সামহোয়ার কোন পুরষ্কার দিব। কিন্তু সে আশা ভঙ্গ। তার ফ্লাডিং সবার কুনজরে আসবে বলে এখন ধীরে চলো নীতিতে চলছেন। ইদানিং নিতাই, আলী, মোর্শেদ , রাগ ইমনের পোস্ট দেখে বুঝা যায় ফ্লাডিং কত প্রকার ও কি কি এবং তার উদাহরন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।