আমাদের কথা খুঁজে নিন

   

পড়া চোরের ছড়া

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে পালাতাম ক্রিকেট খেলার জন্য। তাও আবার ভর দুপুরে। মা বুঝতে পারতেন মিথ্যা বলছি। তবুও এটা ওটা বুঝিয়ে বের হতাম বাড়ি থেকে। সন্ধ্যায় নোংরা কাপড়ে ঘেমে বাড়ি ফিরলে মা ঠিকই ধরে ফেলতেন কি বিষয়ে প্রাইভেট পড়ে এলাম।

হালকা বকুনি আর নাস্তা দিয়ে মা তখন আমাকে বসাতেন পড়াতে। সেই দিনগুলো আর নেই। আসবেও না। তাই মাঝে মাঝে সন্ধ্যায় মনটা বিষন্ন হয়। এ নিয়েই আমার আজকের ছড়া।

স্যারের কাছে পড়া আছে হাতে ফিজিক্স বই, বলো তো মা সাইকেলটার চাবি গেলো কই? ভরদুপুরে কেউ কি পড়ায়- বলতেন মা রেগে, তবুও আমি ছল দেখিয়ে বাইরে যেতাম ভেগে। আমতলাতে বন্ধুরা সব আমার অপেক্ষাতে, আজকে খেলা পূর্বপাড়া ক্রিকেট টিমের সাথে। খেলা শেষে ফিরলে বাড়ি সন্ধ্যা যেতো নেমে, মা বলতেন পড়তে গিয়ে কেউ কিরে যায় ঘেমে? ধরা পড়ে সত্যি কথা বলতে হতো আমায়, শুনলে বাবা খেলার কথা রাগটা কে তার থামায়! কানটা মলে আদর দিয়ে মা ফেলতেনে হেসে, সেই সুযোগে ঘরে ঢুকি বঙ্গবীরের বেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।