আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি বাচতে পারবো?

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

1ম : মাত্র 7 দিনের ব্যবধানে একটি ছেলে ও মেয়ের জন্ম। ছেলের বাবা ঢাকাইয়া ব্যবসায়ী মেয়ের বাবা ঢালিউডের জনপ্রিয় নায়ক। ঢাকাইয়া ব্যবসায়ী ও নায়ক দুজনই স্কুলের বন্ধু। ঘটনা 1985সালের।

2য়: ঢাকাইয়া ব্যবসায়ী বন্ধুকে আরো ভালো অবস্থার জন্য আমেরিকার ব্যবস্থা করে দেয়। 7 দিনের মাথায় নায়কের স্ত্রী মারা যান। ততোদিনে নায়কের আরো একটি ছেলেও হয়েছে। নিজের দুই ছেলে-মেয়েকে নিজের আর্দশে মানুষ করলেন। ব্যবসায়ী বন্ধুর ছেলেকে সর্বদা রেখেছেন শাসনে ও আদরে।

3য় : 7দিনের বড়োছোট ছেলে মেয়েটি বন্ধু একে অপরের প্রতিযোগী পরামর্শদাতা আরো অনেক। ছেলেটি হঠাৎ করে ইংল্যান্ড যাবে বলে ঠিক করে কিন্তু যাওয়া হয় না পাগলামির কারনে ছেলেটির কারনে কিনা জানি না মেয়েটি ঠিককরে সে ইংল্যান্ড যাবে । ঘটনা 2005 4র্থর্: সারারাত মেয়েটির 4 বান্ধবী কিছুন পরপর ডুকরে কাদছে তারা সবাই মেয়েটির কলেজের সহপাঠী। ছেলেটি হাসছে ওদের কাজ দেখে। ঘটনা 26/09/2006 রাত 3.00 5ম: বিমানবন্দর ভিআইপি হওয়ার কারনে মেয়েটি ,নায়কবাবা , ব্যবসায়ী বন্ধু, ছেলেটি ভিতরে ব্যবসায়ী বন্ধু নায়কবাবাকে কিছু বোঝাচ্ছে ।

মেয়েটির ফাইনাল কল এসেছে। বাবার কাছ থেকে কেদে ব্যবসায়ী চাচার কাছ থেকে দোয়া নিয়ে এগিয়ে গেল সামনে। 6ষ্ঠ: যাবার আগে ছেলেটির হাত ধরে বলেছিল আসবি তো আমার কিন্তু একা ভয় লাগে। এটা গত 1সপ্তাহে তাদের প্রথম কথা কারন মেয়েটির শপিং করেছে ছেলেটি এবং মেয়েটি কিন্তু দরকার ছাড়া কোন কথা হয়নি। ঘটনা 26/09/2006 সকাল 10.30 7ম: ছেলেটির ইফতারের বসে পানির পর কিছু খেতে পারে নি গতকাল মেয়েটি ইফতারের সময় ছেলের সাথে ছিল আজ..................................... ছেলেটি এখন এই বল্গে পোস্ট দিল সে ছেলেটি এখন কি করবে? ছেলেটি যে আমি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।