আমাদের কথা খুঁজে নিন

   

নতি স্বীকার

আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
ব্যর্থ প্রেমিক বলছি অপরাধীর সুরে অবনত শিরে শুনছো কি তুমি কান পেতে, মনের জানালা খুলে? আমি পারিনি তোমার কথা রাখতে পারিনি চলতে, তোমার মত করে। রোজকার ঘোরাফেরা কিংবা, বেহিসেবী ফোনালাপে সত্তাকে ভুলে যেতে। তোমরা যেটাকে ভালবাসা বল। প্রত্যুত্তরে প্রতিবারই শুধিয়েছি আমি কর্কশ দ্ব্যর্থহীন সুরে, মাতাল সময়ের এই বর্ণহীন সায়রে আবেগের ভেলায় গা ভাসানো মানেই পা ফসকে যাওয়া। বুঝেছ কি তুমি হে প্রেমময়ী নারী? কারণ... বলতে পার, আমি যে এক ব্যর্থ প্রেম প্রহরী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।