এবারের প্রতিযোগিতায় ৪৯টি ইভেন্টে ৬০০রও বেশি প্রতিযোগী অংশ নেবেন। তবে বাংলাদেশ গেমসে অংশ নেয়া অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
যথারীতি ইলেকট্রনিক টাইমারের বদলে হ্যান্ড টাইমিংয়ে স্থান নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিশ বলেন, “আশা করি এই প্রতিযোগিতা থেকে কয়েক জন ভালো অ্যাথলেট খুঁজে পাওয়া যাবে। তাদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দিলে ভবিষ্যতে দেশের অ্যাথলেটিক্সের সম্পদে পরিণত হতে পারবে।”
প্রতিযোগিতার স্পন্সর হিসাবে ওয়ালটন ফেডারেশনকে পাঁচ লাখ টাকা দিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।