আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাব কিনা

আমার কথা

ভাইজানেরা আমি ইদানিং নিজেকে ব্লগ পরিবেশে নিজেকে মেলাতে পারছি না । আমি কি চলে যাব? এমনিতেও আমার পরীহ্মা সামনে এখন আমাকে রিল্যাক্স করার অ্যাকটিভিটিস ছাড়তে হবে । তো আপনাদের কি মতামত । আপনাদের যার যার ইচ্ছা হয় ব্লগ পরিবার থেকে একটু জনসংখ্যা কমানোর । এই পোষ্টে মন্তব্যের সাহায্যে আপনারা আমাকে পরামর্শ দিন চলে যাব কিনা ।

আমি ব্লগিং জগতে এসেছিলাম সুখ দু:খ গুলি ভাগাভাগি করে নিতে । তা করতে যতেষ্টই আমি সমর্থ হয়েছি । এছাড়াও আমি শুধু আধঘন্টা পড়া ও অন্যান্য কাজ থেকে ছুটি নিয়ে কম্পিউটার স্ক্রীনে বাংলা লেখা খুজতাম। যাহোক স্মৃতিচারন করে এখন আর কোন লাভ নেই । আপনারা যার যার কথা আজ মুক্তমনে আমাকে জানিয়ে দিন ।

চলে যাও/ থাক (রয়েসয়ে) । আপনাদের মতামত ও আমার মনের খেয়ালের সংমিশ্রনে শেষ করব আমার বাংলা ব্লগ আয়ু। [আমার পূর্ববর্তী পোষ্ট এবং কারও মন্তব্যের সাথে আমার চলে যাওয়ার ইচ্ছার কোনরূপ যোগ নেই । ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।