কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।
অস্তিত্বের তলানীতে জমে থাকা প্রেম
আমাকে ঘুমাতে দেয়না
তোমাকে হারাবার নিখাঁদ বিষ্ময়
আমাকে ঘুমাতে দেয়না
জীবনের না মেলা সরল অংক
আমাকে ঘুমাতে দেয়না
পৃথিবীর আলো না দেখা আমার আত্মজ
আমাকে ঘুমাতে দেয়না
তোমাকে ভালোবাসার ভুলে ভরা পাপ
আমাকে ঘুমাতে দেয়না
ভালোবাসরা সব পাঠ শেষে কড়ির বিজয়
আমাকে ঘুমাতে দেয়না...
মানুষ কিভাবে পারে এভাবে বদলাতে
ঘুমাতে পারি না
ঘুমাতে পারি না
জেগে থাকি...
অপূর্ণতা,
শেষ পর্যন্ত তুমিও সাধারণ
শেষ পর্যন্ত তুমিও যে কোন নারী...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।