এইটা আমার ব্লগ।
ভারতের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রধান অভিযোগ তা সম্পর্কে কি আমরা জানি ?
এইটা আমি বোঝার চেষ্টা করছি আমার ভারতীয় বন্ধুদের কাছ থেকে। তাদের সবার মধ্যে একটা কমন আইডিয়া দেখলামা তা হল , তাদের সবার ধারনে বাংলাদেশ থেকে প্রতি দিন হাজারে হাজারে মানুষ ভারতে আসার জন্যে সিমান্ত পর হওয়ার চেষ্টা করছে এবং এইটা সেইটা গ্যাপ দিয়ে প্রতি দিন হাজার হাজার বাংলদেশি ভারতে ঢুকতাছে এবং তাতে ভারতের ইকনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ।
এইটা ভারতীয় জনগণের সাইকির মধ্যে ঢোকানো।
এস ইউজুয়াল, বাংলাদেশের মতই এই জুজু সৃষ্টির কাজটা করেছে ভারতীয় রাজনৈতিক দল গুলো। এবং দলকানা মেডিয়া সেই জুজু সৃষ্টি করে ফিয়ার মোঙ্গারিং করে গ্যাছে।
আজকে গুগল নিউয ঘাটতে ঘাটতে দুইটা নিউয পেলাম। যার একটায় একটা ইউ এন রিপোর্টের রেফেরেন্সে বলা হচ্ছে, ৩২ লক্ষ বাংলাদেশি ভারতে মাইগ্রেটেড হইছে, যেই জন্যে আসামে এনটি বাংলাদেশি যে মুভমেন্ট হচ্ছে, সেই গুলো জাসটিফাইড হিসেবে ইঙ্গিত দেয়া হইছে।
এই ৩২ লাখ ফিগারটার সময় কাল বলা হয় নাই এবং স্টেট অনুযায়ী ব্রেকদাউন দেয়া হয় নাই।
Click This Link
ভারত পাকিস্তান পার্টিসান হইতে শুরু করে, পুরো উপমহাদেশে একটা মাইগ্রেশান হইছে । আমি বেশ কিছু ঐতিহাসিক রেফারেন্স পাইছি, তাতে বলা হইছে ভারতীয় উপমহাদেশের যে মাইগ্রেশান হইছে তার মধ্যে বাংলাদেশ ভারতের মাইগ্রেশানটা হইছে স্লো। এর একটা ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এই নিয়ে ভারতের মাইগ্রেটেড সাহিত্যিক দের অনেক ভাল লেখা আছে যাতে এই বিষয়ে একটা ভাল আইডিয়া পাওয়া যায়।
কিন্তু সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে ভারতে দলে দলে বাংলাদেশির ইকনোমিক বা অন্যান্য কারনে, অনুপ্রবেশের যে ধুয়া তুলে, ইন্ডিয়াতে একটা এন্টি বাংলাদেশি প্রপাগান্ডা জারি রাখা হইছে রাজনৈতিক কারনে,তার সসতিয়কার এর কোন প্রমান এখন পর্যন্ত কেও হাজির করে নাই।
এবং যারা যারা এই প্রপাগান্ডা জারি রাখছে তাদের একজন প্রধান মুখপাত্র আসামের মুখমন্ত্রি তরুন গাগই।
এই গাগই সাহেব একটা সাক্ষাতকারে তিনি পরিষ্কার ভাষায় বলতাছেন, “ বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশটাকে যেই ভাবে বলা হয় তা মিথ্যা। কিছু লোক ইলেক্সানের আগে এই ধুয়া তুলে, কিন্তু তারপর এইটা তারা ভুলে যায়। আমাদের আসামেরই নদী ভাঙ্গা লোক, এক দিক থেকে আরেক দিক থেকে যায় নিরপত্তা আর রুজি রোজগার এর জন্যে কিন্তু তাদের আমরা অবৈধ বাংলাদেশি হিসেবে টার্গেট করি আর হইচই সৃষ্টি করি।
অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর এবং তাদের ম্যনাসজ করার সিস্টেম আমাদের আছে। “
একটা অনুল্যেখজোগ্য সাক্ষাতকারে তরুন গাগই এর মুখে এইটা অত্যন্ত ইম্পরট্যান্ট একটা আলাপ।
এই সাক্ষাতকার আমি রেফারেন্স হিসেবে এই পোস্ট এ তুলে রাখলাম।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।