আমাদের কথা খুঁজে নিন

   

: সাদা মেঘ উড়ে চলে নীলাভ আকাশে



08/08/2005 প্রতিদিন অনেক দূরে হেটে যাই শহর পার হয়ে আমার মনের মত নির্জন, কোন এক নগরের খোঁজে; কখনও পাহাড় দেখি পথ জুড়ে নিথর দাঁড়ায় আছে সন্নাসির মত; ভীষণ প্রতাপশালী, তার কোলে- ছোট ছোট মেয়ের দল মাটির পুতুর বানায়, হাতে টিপে টিপে; কখনও নদীর বুকে ঢেউ ওঠে সাগরের মত। কখনও বাগান জুড়ে একসাথে অনেক ফুল ফুটে থাকে- প্রতিদিন হেটে যাই শহর ছেড়ে আরও অনেক দূরে খুঁজে ফিরি নির্জনতা ঢুকতে চাই নির্জন নগরে কখনও হাপিয়ে উঠি, প্রাচীন ঐ পাথরের উপরে কিছুক্ষণ বসে থাকি উপরে তাকালে দেখি- সাদা মেঘ উড়ে চলে নীলাভ আকাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।