আমাদের কথা খুঁজে নিন

   

বোকাবুলি-12 ( একজন কালপুরুষের অন্তর্ধান)

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

একজন কালপুরষ ভাইয়ার কথা বলছি। মাস খানেক আগের কথা ।

আমার মত বোকার কিছু কথায় উনি চেতিয়া গেছিলেন। উনি আমারে লইয়া রম্য কাব্যও চর্চা করেছিলেন। আমিও করেছিলাম আমার বোকা কব্যে তাহা পাবেন। তারপর থেকেই উনি ওনার পোস্ট মোছার মহোৎসব পালন করতে লাগলেন। আমার নামে খোচা মারা পদ্য গুলোও মুছে দিলেন।

ভয় হয় একজন সিদ্ধ পুরুষ , কাল পুরুষ ভাইয়ার আত্মঅন্তর্ধানে আমার মত বোকার কি কোন অনিচ্ছুক অনভ্রিপ্রত হাত আছে কিনা ভেবে। কষ্টও হয় সুপ্ত আগ্নেয়গিরির মত। উনাকে ফিরে আসতে বলার মত তরবারীর ধার আমার কথায় নাই। তবুও ওনাকে মনে হয় ব্লগের উন্নত মান এর সমান্তরাল প্রবাহের ধায়ায় অতি প্রয়োজন। উনি কি ফিরে আসবেন না ওনার লেখার বৃষ্টির বর্ষন এ ব্লগ সিক্ত করে? ব্লগ এ এমন অভিমান এ ওনার শিশুসুলভতা প্রকাশ পায় মনে হলেও এ বয়সে অকারণ শিশু সাজা কিন্তু দোষের ও বেেট।

লেখা না লেখা ওনার ব্যাপার, তবুও বোকাই বলে ওঠে কালপুরুষ কার ওপর রাগ করিলেন তারা যে আপনার ই অনুজ। কি শিখাইলেন অনুজদেও এত দিন ব্লগে ঘুরে ফিরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।