আমাদের কথা খুঁজে নিন

   

নিক নিয়ে ডাকাতির ক্যাচাল (নকল হইতে সাবধান)

সযতনে খেয়ালী!

একটু আগে পিয়াল ভাই বললেন, কিরে তুই কি নতুন নিক নিছস নাকি? আমি পড়লাম আকাশ থাইক্যা। কয় কি পাবলিক? একটা নিক দিয়া লেইখ্যাই কুলাইতে পারি না, আলসেমীর ঠেলায় এই নিকেই অনেক কিছু লেখা হয় না আর সেই জায়গায় একই ধরণের প্রায় একই নিক?? পাগলে পাইছে আমারে? ব্লগে ঢুইকা দেখি তুলকালাম কান্ড। খালি আমার না, আরো কয়েকজনের নিক দেখি নতুনদের লিস্টে জ্বলজ্বল করতাছে। এর মধ্যে একজন আবার দেখলাম এর লাইগ্যা আমারেই ব্লেইম কইর্যা স্টেটমেন্ট দিছে। আমারেই নাকি এই কাম সাজায়।

[গাঢ়]আমি বলিষ্ঠ কণ্ঠে এর পেরতিবাদ জানাই। [/গাঢ়] আমি এখন যে নিক ব্যবহার করছি সেটাই আমার আসল-নকল, এক এবং একমাত্র নিক। আবার বলছি [গাঢ়]ধুসর গোধূলি[/গাঢ়] নিকটাই আমি ব্যবহার করি পোস্টানো এবং মন্তব্যের জন্য। ধুসর গোধূলি [গাঢ়] উইথ ওয়ান 'হ্রস্ব-উ' এবং 'ওয়ান দীর্ঘ-ঊ' সাথে জাস্ট সিঙেল 'হ্রস্ব-ই'। [/গাঢ়] এখন কেউ যদি এতে রাখাল আর বাঘের গল্প খুঁজে পান তাহলে তো সমস্যা।

আমাকে বেঁধে আনারও দরকার নেই। আমি এমনিতেই বলছি, নতুন নিকটা [রং=ৎবফ][গাঢ়]"ধূসর গোধূলি" [/গাঢ়][/রং] আমার না। আগেই বল্লাম, একটু আগেই আমি পিয়াল ভাইয়ের কাছ থেকে জানলাম আমার নিক ডাকাতি হয়েছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা মজার না, কিন্ত কী করবো আমার মজা লাগছে! তবে যে, যে উদ্দেশ্যেই "নিক ডাকাতি" করেছেন... কাজটা ভালো করেণ নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।