আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]দেয়ালের লেখায় অনেক প্রাণ[/গাঢ়]

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

বৃত্তের বাইরে বেরোতে পারিনা তবু তাকে চেনার চেষ্টা করি হাজারো অনুভূতি দিয়ে; স্বপ্নের বেড়াজাল ডিঙ্গানো অনেক কঠিন, তবুও বৃত্তের ভেতরে ঘুরপাক খাই। ঘুরতে ঘুরতে বারবার দেয়ালগুলোতে ধাক্কা লাগে ঠান্ডা, নিষ্প্রান, বিশাল স্যাতসেঁতে ইট পাথরের দেয়ালগুলোকে আর দুরের মনে হয়না। কবে যেন সেগুলো শেকড় গড়ে নিয়েছে সত্ত্বার গভীরে। সেখানে চেনা-অচেনা অস্পষ্ট অনুভূতিগুলো খোদাই করি অসংলগ্গভাবে। অতীত, বর্তমান, ভবিষ্যত মিলে মিশে একাকার হয়ে যায় সব বিশ্বাস-অবিশ্বাস ঘৃণা, ভালোবাসা, ভয় একে একে জায়গা করে নেয় দেয়ালে, দেয়ালের লেখায় অনেক প্রান \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।