আমাদের কথা খুঁজে নিন

   

উর্মি-শর্মি...........লেডিস ক্যান্টিন পর্ব-5

পরিবর্তনের জন্য লেখালেখি

ঃ ইমন , ছেলে হলি না কেন? বর্না আবারো বলে। আমি হাসি। ঃছেলে হলে শুধু তোকেই ভালবাসতাম!! অন্য অনেকে বঞ্চিত হত। মাতৃত্বের লালন ক্ষমতা পিতৃত্বের থেকে অনেক বেশি! ঃ কেউ তোকে কোনদিন বুঝবে না। ঃঠিক।

কেউ আমার হাত দেখবে, কেউ পা, কেউ গানটুকু ভালবাসবে, কেউ কবিতা। কেউ টান টান সুঠাম মেরুদন্ডের সামনের স্তন গোলক। ঐ গোলক ধাঁ ধাঁ পর্যন্তই। ধা করে যদি কেউ বুঝে নিতে পারত, আমি কি আমি কে! আফসোস! ঃ তুই বেটি গ্র ীষ্ম হয়ে হয়ে ঝড় তুলবি ! আর সারা জীবন অবুঝ বান্দরদের ভালবেসে বর্ষা হয়ে কানবি। ঃ হুম , তাই তো মনে হচ্ছে।

কিন্তু বর্না, হয়তো অনেক অনেক বৃষ্টি ঝরাবে আমার চোখ, কিন্তু বর্ষা শেষে কখনোই কি পাব না শ্বেতশুভ্র শরতের আকাশ? হিম শীতল পৌষী মৃত্যু আমাকে স্তব্ধ করে দেওয়ার আগেই সে কি জানাবে না আমাকে জীবনের উত্তাপ? বেলী ফুল কি কখনো পৌঁছাবে না শিউলির কাছে? ঃ মনে হয় না। তুই খহুব সহজেই মানুষকে ভালবেসে ফেলিস! এত সহজে যে তোর ভালবাসাকে মানুষ খুব সস্তা ভাবে! তুই তোর সঠিক মূল্যটা কখনোই পাবি না। বাই দা ওয়ে, শরৎ এই স্থিতি কেন? বসন্ত চাস না? ঃ চাই তো। কিন্তু কেন জানি মনে হয়, বসন্তকে ছুঁতে হলে নির্বোধ হওয়া লাগে। পাপড়িকে দেখিস নাই? একেবারে সরল, বোকা সোকা টাইপ- ঐ কিন্তু জীবনে সবচে' সুখি হবে!!! তোর আমার কপাল খারাপ! তুই অতিরিক্ত বুদ্ধিমতি আর আমি অতিরিক্ত আবেগপ্রবন! ঃ নাহ! তুই অতিরিক্ত প্রেমিকা! ইউ লাভ পিপল, বাট, ইউ লাভ দেম টু মাচ!!! ঃ কি জানি।

দেওয়ার ক্ষমতা যখন আছে, কম কম দিতে মন চায় না! তোর মত অতি বুদ্ধিমতি নই তো! হি হি হি! ঃ বুদ্ধিমতি হলে সমস্যা কি? বুদ্ধি আছে বলেই তো সময় মত একটা ছাগল মার্কা ছেলে বিয়ে করবো যে আমাকে পাগলের মত ভালবাসবে! ঃ পারবি না। তোর বুদ্ধিমতি মগজ দুইদিনেই হাপিয়ে উঠবে! ছাগল দিয়ে তো আর হালচাষ হয় না- বুকের জমিন পতিতাই থেকে যাবে! ঃ পতিতা না স্টুপিড , পতিত! ঃ জি না, পতিতাই মিন করেছি! ভাত , কাপড় না হোক, মিথ্যে কপট একটা সংসারের আশায় যখন তোর মত নীলাঞ্জনারা রোজ রাতে দাঁতে দাঁত চেপে সহবাস করে, তাদের পতিতা ছাড়া আর কি বলা যায়? মাধবীদের তো দারিদ্্র আছে, পেটের দায় আছে, তুই কেন , কিসের জন্য , প্রেমহীন, ভালবাসাহীন , কেবল শরীরের গণিত খেলবি? ঃ বাপস! গণিত খেলা গণিকা!!! বেড়ে বলেছিস!! ঃ খাঁটি বাংলায়, বিবাহিত বেশ্যা! [চলবে] 2003 সাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।