আমাদের কথা খুঁজে নিন

   

জাঁ লুক গদারের কনটেম্পট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

কনটেম্পট হলো ছবি বানানো নিয়ে বানানো ছবি। সিক্সটিজে যখন ইন্টারন্যাশনালি যৌথ বাজেটের ছবি নির্মাণের প্রবণতা শুরু হয় তখন গদার এই ছবিটি বানান। এটা নাকি মেইনস্ট্রিমের একটা ছবি হোক এটাই চাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মেইনস্ট্রিমিং করতে ব্যর্থ হন।

এবং এটা গদারীয় ছবিই হয়। এতে উঠে আসে যৌথ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সমস্যা। প্রোডিউসারদের সমস্যা ইত্যাদি বিষয়। প্রোকোশ নামে আমেরিকান এক ডিরেক্টরের মাধ্যমে এটি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছে পলিটিক্যাল ফ্যাসিজম আমরা দেখেছি, কিন্তু গদার দেখিয়েছেন কীভাবে ফিনানশিয়াল ফ্যাসিজম কাজ করে।

এই ছবিতে অভিনয় করেছেন ব্রিজিত বার্দো। এই সুপারস্টারকে নিয়ে গদার যে এক্সপেরিমেন্ট করেছেন তাতে ব্রিজিত ভক্তদের রীতিমতো কাঁদতে হবে। স্টারিজমের মিথ মোটামুটি গুঁড়িয়ে দিয়েছেন তিনি। আরও অভিনয় করেছেন ডিরেক্টর ফ্রিৎস ল্যাঙ। তিনি ফ্রিৎস ল্যাঙের চরিত্রেই অভিনয় করেছেন।

গদার 1963 তে আলবার্তো মোরাভিয়ার উপন্যাস থেকে অ্যাডাপ্ট করেছেন এই সিনেমার কাহিনী। ফ্রিৎস ল্যাঙ পরিচালিত একটি ছবিতে অভিনয়ের সময় ডিরেক্টর ও স্ক্রিন প্লে রাইটারকে এক্সপ্লোয়েট করে প্রোডিউসার প্রোকোশ। তার সঙ্গে স্ক্রিন প্লে রাইটার পল জাভালের স্ত্রী ক্যামিলের সম্পর্ক গড়ে ওঠে। যে ছবিটি তারা বানাচ্ছিল তার নাম অডিসি। অডিসি আর কনটেম্পপ্ট-এর কাহিনী নানা সময়ে কাছাকাছি এসেছে।

প্রতিতুল্য হয়েছে। টেকনিক্যালি এই ছবি অনেক গদারীয় অঘটন ঘটিয়েছে। সেগুলোকে পরে বৈপ্লবিক বলেই অভিহিত করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।