বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
একটা সময় ছিলো ..... যখন মন খারাপ হলেই কাছের কোন দোকানে চলে যেতাম .....তারপর কিছু মিষ্টি জাতীয় খাবার ননষ্টপ খেতে থাকলেই .....একসময় অবাক হয়ে খেয়াল করতাম মন পুরোপুরি ভালো হয়ে গেছে ......
সময়ের সাথে সাথে মিষ্টি খাওয়ার জায়গা দখল করল ননষ্টপ হাঁটা .......... সিরিয়াস রকমের মন খারাপ হলেই ননষ্টপ হাঁটতে থাকতাম .......যতদূরে যাওয়া যায় , ফিরে আসার হিসেব না কষে .......
তারপর একটা সময় এসে, মন খারাপটা অটো হয়ে গেলো,খুশীতেও মন খারাপ হয় আর দুঃখেতে ত কথাই নেই ......তখন, খুব দূরের ... বহুদূরের.... প্রকৃতির সবুজ নির্জনতায়....অন্ধকারের পানিতে, চাঁদের আলোয় নিজেকে বন্দী রাখতাম অহরহ .... সুযোগ পেলেই ......
তারপর একটা সময়ে এসে..... মনে হয় এই আত্মাটাই মরে গেলো .....A man without the soul .........তখন ভালোই বা কি আর খারাপিবা কি ....সব ইকুয়াল ।।
তারপরে কত সময় গেলো হিসেব নেই ...... ।।
না ! আত্মা কখনও মরে না .......মৃত্যুর পরে এই আত্মাটাই বেঁচে থাকে ....অনন্তকালের চির সুখ অথবা চির দুঃখ এই আত্মাই ভোগ করে ......
আমার আত্মাও তাই হয়তো .....ঘুম থেকে জেগে উঠলো ....করুণ এক ঘুম থেকে ......
এখনও তার মন খারাপ হয় .....পেন্ডুলামের মত দোলে .....ভালো -খারাপ; খারাপ-ভালো; ভালো-খারাপ.....
এখন খারাপ সময়ে একটা মেসেজ মনে মনে আওড়ালে ....মন খুব দ্রুত ভালো হয় , চমৎকার একটা মেসেজ ....এর অর্থের সাথে সাথে নিজের অবস্থানকে একাত্ম করে ফেলতে হয় .......
Look At The Sky.....
A Moon Strip Smiles
In The Dark
* * Stars Are Brightening * *
To Give Pretty Feelings
Can't You Smile
To Remove Everything Else
That Make You Unstable ...
Go Ahead .....
A Colorful Life With Its
Glorious Victory Are
Waiting For You.
JUST FOR YOU.
উঃসর্গ ঃ হ-য-ব-র-ল ।।
ছবিসূত্র ঃ ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।