আমাদের কথা খুঁজে নিন

   

= সুশান্ত আত্মা-ভূমের বিরহ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

স্পন্দনের প্রশান্ত অনুভব আমার আলোর মদীনা চেতনায় হাজার কিলোমিটারের ব্যবধানে ভাঙ্গে আত্মার আনন্দ-নদীর দুই কুল। সেই থেকে আজ আটাশটি দিন-রাত বিগত মৌসুমের চাষাবাদ নিয়ে ভাবনারা কাঁদে- শেষ প্রহরের চাঁদ দোদুল্যময়ী তারকারা সোবহে সাদিকের হিম হিম বাতাস ল্যাম্পপোষ্ট রাস্তার, ভাবনার আল-রাজীহ্র মসজিদ থেকে ভেসে আসা তাহাজ্জুদের ঘুম ভাঙ্গানিয়া আহ্বান শীতাতপ যন্ত্রের নিয়ন্ত্রিত উচ্চ-নীচ ধ্বনি রঙ উঠা দেয়াল আর দুই দুই করে চারটে ইটের কাঁধে চাপানো চাদর শোভা তক্তপোশ আমার কাব্য রচনার মঞ্চ; ডেকে বলে বন্ধু- তুমি কি ভাল আছ? তুমি কি সুশান্ত তনু-মন? আমি নিরব ঝড়ে ক্লান্ত হই শ্রান্ত আত্মার বিচলিত সঞ্চারে। আমি কেবলি চোখ মেলি আকাশের পানে কতদিন দেখিনি 'সোনার মদীনা'রে। 18.09.2006 শেষ রাতটির শেষ প্রহরের নির্মেঘ আকাশের আদরে, রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।