Live with no excuses and love with no regrets তুমি আছো আমার সাথে, থাকবে চিরজীবণ; সুখে ও আছো, দুঃখে ও আছো, আছো প্রতিক্ষন; সকাল বলো, বিকেল বলো, রাতে ও তুমি রও; আমার প্র্রতি তোমার ভালবাসা, আছে চিরক্ষন; তুমি আমি আছি সঙ্গে, ৮ বছর ধরে তাই; তুমি আমার, আমি ও তোমার, সবাই বলে তাই। তুমি আছো হলুদ রং এ, সবুজে ও তুমি রও; তুমি আছো না্নান রং এ, নানান আকারে ও তুমি রও; তুমি আমায় কষ্ট দিলেও, লাগে যে ভালো তাও; তোমার সাথে মোরবো যেদিন, হবো অমর দু জনাই। তোমায় ছাড়া বাঁচবো না তো, বলে তো সবাই তাই; তুমি আমার রইবেনা কখনো, সেটা কি কখনো হয়? তুমি আমার সবচে প্র্রিয়, মা বলো আর ভাই; আমি আছি, তুমি ও আছো, সঙ্গী হয়ে তাই। তোমায় ছাড়া যাই না ঘুরতে, দিন বলো আর রাত; তোমার জন্য দিলাম আমার, সব কিছু ছেড়ে তাই; আমার কষ্ট তোমার জন্য, তাই তো তুমি চাও; ভালো থেকো, ভুলে থেকো, মরবো যেদিন যাও। তুমি আছো আমার শরীরে, ইনসুলিন হয়েই রও; আমি তোমায় ছাড়বোনা কখনো, যতোদিন আমি রই। - তোমার সাথি ১৮.০১.১৩ বিকেল: ৪:৫৩ মিনিট -ইনসুলিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।