আমাদের কথা খুঁজে নিন

   

মিস আর্থ ক্যানাডা 2006

সব অভিমান আকাশের চেনা চেনা..

মন্ট্রিয়ল বড় মজার জায়গা ! পয়সা খরচ ছাড়াই বিনোদন পাওয়া যায় এখানটায়! কালকে ঘুরতে ঘুরতে Les Cours Mont-Royal এ ঢুকে পড়েছিলাম। মন্ট্রিয়লের সবচে' শানদার মলের একটা। হঠাৎ মাইকের আওয়াজ শুনে খোজ নিতে গিয়ে দেখি বিউটি প্যাজেন্ট কম্পিটিশন চলছে, মিস আর্থ ক্যানাডা 2006। হাতে ভারি ক্যামেরা, তাই ঢুকে পড়তে অসুবিধা হল না। সেরা সুন্দরীর মুকুট জুটল যে মেয়েটার তার নাম রিজা র্যাকুয়েল সান্তোস, ক্যালগারীর মেয়ে, বিশ বছরের ঝলমলে তরুনী। বায়োলজিক্যাল সায়েনস পড়লেও যে ক্যানাডিয়ান আর্মির রিজার্ভ ফোর্সের অ্যামবুলেনস ইউনিটের সদস্য। রিজাকে আপনারা টিভিতে দেখবেন 26শে নভেম্বর, 2006-এ ফিলিপিনস এর মূল মিস আর্থ প্রতিযোগিতায়। সেরা সুন্দরী হওয়া ছাড়াও রিজা বেস্ট ইন লং গাউন আর বেস্ট ইন সুইম ওয়্যার পুরসকার পেয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।