আমাদের কথা খুঁজে নিন

   

এক শয়তানের জন্ম (2)



দুঃস্বপ্নের রাত, প্রহরগুলি কাটে আতঙ্কের করাতে কাটা পঙ্গু মূহুর্তের মত, যেন প্রতি পদেেপ পতনের আশঙ্কায় জ্বরাগ্রস্ত বৃদ্ধ - এখনই ধূলিশয্যা নেবে স্বজনের স্বস্তিচুম্বিত আর্তনাদে জড়িয়ে। এর চেয়ে পড়ে যাওয়াও ভালো, এক চুমুকে হেমলকের নীল আকন্ঠ নির্যাসে টুপ করে ঝরে পড়বে বৃন্তচূ্যত কোন পাতার ঘুমঘোরে- আহ কি শান্তি, তবুও মরে যাওয়া হয় না প্রতিমূহূর্তে না মরে যাওয়ার যন্ত্রনায়। এখনকার বেচে থাকায় জীবনের দূর্বিনীত আকাঙ্খা নেই যেমন করে তোমরা বেচে থাকো প্রেমিকার কন্ঠ আলিঙ্গন করে ওমের অবিরাম আবহনে ু এখনকার বেচে থাকায় কোন প্রতু্যষের ইঙ্গিত ছায়া ফেলে না যার কল্পনায় বর্তমানের ছুরির নিচে অবলীলায় গলা পেতে দেয়া যায় এখনকার বেচে থাকায় কোন অতীতের দিনজয়ের গৌরব নেই যার স্মৃতিস্তম্ভে শুকনো বাসী ফুল জড়িয়েও স্বান্তনা খুজে নেয়া যায়- এ কেবলি এক নপুংসক সময়ের ভ্রান্তি বয়ে বেড়ানো উদভ্রান্ত কুকুর যে কিনা ঘেউ ঘেউ করে নিজের অস্তিত্ব জানান দিতেও ভূলে গেছে। আত্মা ছেড়ে গেছে আগেই , দেহের জীর্ণতায় মনও জৈষ্ঠ্যের পোড়ো মাঠ- তোমরা সৌন্দযর্্যপিয়াসীরা বনে চেলে গেছো আগেই ু রঙিন স্বপ্নের নঙ্াকাটা আলোয়ান গায়ে জড়িয়ে - আমি এখন তোমাদের আর ভালোবেসে বেচে থাকতে পারি না। অমতায় কুকড়ে কুকড়ে এর হাত থেকে রেহাই পেতে আমি মরতে চাই তাও পারি না। মধ্যবিত্তের ভদ্রলোকি দোনোমোনো কুটকাচালি অন্ধকার তারা হয়ে ছুটে আসে, তার মধ্যে দেখি আরো নিকষকালো এক অন্ধকার - তার মধ্যে ডুবে ডুবে আরো নিজর্ীব বেচে থাকায় মরে যাই। ঈশ্বর যখন শুভের আশ্রয় তিনিতো থাকেন স্তুতি ভালোবাসাজড়ানো শুভ্র পল্লীতে, কেদ আর কান্তিতে ভরা এই দেহ বয়ে নিয়ে যেতে তার বয়ে গেছে। আমি পড়ে থাকতে থাকতে কল্পনা করি, আমি আকাঙ্খা করি, আমি আহ্বান করি ঘৃণাকে যার আলিঙ্গনে আমি পেতে পারি একটু উষ্ঞতা যা আমাকে বাচিয়ে রাখবে প্রতি মূহূর্তের না মরে যাওয়া থেকে। আমি ধীরে ধীরে জ্বলে উঠতে থাকি, আমি টের পাই আমার ভেতরে জন্ম নিচ্ছে নতুন এক আত্মার ু আমি ক্রমশ টের পেতে থাকি ােভ আর ঘৃণার আহূতিতে পুড়তে পুড়তে বেচে থাকার জিঘাংসাক্রান্ত আনন্দের উন্মাদনা বেচে থাকার চিরন্তন লড়াইএ এ এক শয়তানের পূনর্জন্ম-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।