আমাদের কথা খুঁজে নিন

   

এক শয়তানের জন্ম ( 1)



এখানে কোন আলো জ্বালে না অভিলাসের অভিসার কোটরে অন্ধকার জোনাকবিহীন - স্বপ্নবিমুখ রাত্রিতে কোন গোপনীয়তা নেই নেই প্রকাশ্যে কিছু বলবার দিবালোকের সোনার আলোয়; স্তম্ভিত অক্ষমতায় ... আমার ধানমুঠি চালে কাকরের ঘর দন্তহীন, মুষ্ঠিহীন দেবতা নিশিদিন জপে লক্ষ ফুলের বাসর জাগানো সূবর্ণ অতীত শুধু আজ এবং কাল; শিকারের হাড়... অন্ধহীন দৃষ্টিহীন কালসন্ধ্যা দুচোখে সুতোহীন তাত চলে নগ্ন সময়ের বুনে আগামীর গর্ভশূন্য বিনাশ বিলাপ শূন্যতার; প্রতি ক্ষনের অপেক্ষায়... এই অন্ধকারে নিকষ তবু অবিকল তুমি আজো ষোড়শীর কন্ঠ ধরো নতুন কামনায় যেন শঙ্খিনী তুমি , মানিক্যের মোহে আজো ভাসাও মধুকর নতুন বণিকের চোখ; সেই পুরোনো লাস্যে... নিস্তব্ধতা তবু শ্রেয় নিরাপদ বিদায়ে ঠিকই ছিলো জ্যামিতিক সতঃসি্দ্ধ নিয়মে দৃষ্টি তোমার অনত্র অচেনায়, তবু আমার দিকে তাকিয়ে থেকেই কেন ছুড়ে দিলে উপো; জাগাতে প্রতিশোধে শয়তানের বীজ ... নবরন্ধ্রে ।। নবইন্দ্রিয়ে।। নবজীবনে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।