আমাদের কথা খুঁজে নিন

   

= রুবাইয়্যাৎ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

1// সেই সমীরণ বইছে আজো পাহাড়, মরু, সমতলে মন পূজারী পায় না দিশা সুবিশাল এ আকাশ তলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে, যমীন ফুঁড়ে শষ্য দান ফুল, পাখি, জল, বাতাস বলে পথের দিশা নাও হে প্রাণ! 2// নীল রঙা ঐ আকাশ মাঝে চন্দ্র, সূর্য, তারা রঙিন পাথর ফেটে ঝর্ণা ঝরে, আঁধার ঢাকে আলোক-দিন, সবুজ বৃন্তে সাত-রঙা ফুল, গাছের মাথায় মিষ্টি জল তারপরও হে রুদ্ধ বিবেক বলবি এসব 'বদল-ফল'? 3// সাত সকালে, আট বিকেলে সূর্য উঠে, হারায় দিন দিন মহাজন হিসেব কষেন, হেলায়-খেলায় বাড়ছে ঋণ, শৈশব ধায়, কৈশর যায়, যৌবনটা হোক রঙিন বৃদ্ধ জীবন; শামিল মরণ, অসঞ্চয়ী হয় মলিন। 10.09.2006 রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://senorcafe.com/archives/cairn

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।