আমাদের কথা খুঁজে নিন

   

উবে গেছে স্বপ্নেরা



বৃষ্টি হলে তুমি কাঁদো কিংবা নাই কাঁদো আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তোমার জন্য তুমি আমি ডিঙ্গি নৌকায় চড়ে স্বপ্নের সওদা করেছিলাম একদিন, সবুজ জমিনের লাল পেড়ে শাড়িতে তোমাকে লাগছিল বেশ, স্বপ্ন কণ্যার মতো। আমি ব্রক্ষপুত্রের মাঝে জেগে ওঠা চড়ে তোমাকে নিয়ে মেতে উঠেছিলাম ঘুড়ি ওড়ানোর খেলায়; তুমি বলেছিলে, এ ওড়া-উড়ি যেন স্বপ্নের মতো, তুমি চাইলে সত্যি হয়ে যেতো আমার প্রেম, আমি হা করে তাকিয়েছিলাম তোমার দিকে, গোত্তা খেয়ে আকাশ থেকে নেমে এলো স্বপ্নের ঘুড়ি। তুমি ম্লান মুখে এসে ঘুড়ি তুলে নিয়ে বললে, নাটাই হাতে দাঁড়িয়ে থেকো না, সূতোয় টান দাও। কোন দিনই সূতো টেনে খেলতে পারিনি বলে কেউ পাশে নেই আজ কাশফুলের মতো হাওয়ায় উবে গেছে আমার স্বপ্নেরা...। তুমি আজ কত কথার মালা গাঁথো রোজালিনকে নিয়ে রোজালিন তোমার মেয়ে; তার পৃথিবীটা স্বপ্নে ভরে উঠুক। আমি আজো আগের মতোই রাজপথে হাঁটি, কবিতা ফেরি করে হাটু মুড়ে ঘুম দেই দুপুর বেলা। রাত জেগে হাতিয়ে ফিরি উবে যাওয়া স্বপ্নগুলো।তোমার জন্য হে আমার ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।