আমাদের কথা খুঁজে নিন

   

নেট নামা



বেশ কিছু আজব নাম নেটে খুজে পাই নেট ছাড়া বুঝি তাদের কোন খোজ নাই আস্তমেয়ে আস্তছেলে নামে লাগে ভয় তারা ছাড়া বাকীরা কি মোটেও আস্ত নয় বাসায় যদি না খুজে পান , হতেও পারেন বোকা নেটে কিন্তু খুজে পাবেন ঠিকই তেলাপোকা হেমায়েতপুরীর দরবারেতে আছেন পাগলা বাবা সোনা না থাক নেটে আবার রুপা ও মহর পাবা পথিক আছে আটকাতে তায় চায় যে চোরা বালি কালপুরুষের ভালো লাগে ধুসর গোধুলী ওয়েব মাষ্টার , পন্ডিতমশাই, আছেন আড্ডাবাজ চোর ,গোপাল ভাড়, মুখফোড় দিচ্ছে যে আওয়াজ মহাজন তীরন্দাজ সবাই অপবাক মুড়িওয়ালা বললো এবার মুড়ি খাওয়া যাক স্ফুলিঙ্গ যদি লেখা ছাড়ে সাবধান পুরো নেট জ্বালিয়ে দিতে পারে অ:র:পি: নামে চিনি যারে সে কিন্তু অমি রহমান পিয়াল হতে পারে? শুভ বলে অনার্য সব হযবরল শিয়াল পন্ডিত রাগ ইমন মনের সুখে গায় , অন্ধকারের গীত সুর বাংলা , সপ্তসবুজ, বাংলার পরিচয় তারও সাথে হেথায় আছেন শেখ মহাশয় শুদ্ধ আছেন ক্রদ্ধ হয়ে কনফুসিয়াস চক্ষু বুঝে বিজয় নামে আছেন , বিজয় না পান খুজে মামুও আছে বুদ্ধি খাটো , করে যে চামচামি নেটের ভেতর অনেক খুজেও পেল না সে মামী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।