হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
আমাদের অফিসের একটা ট্রেডিশন আছে, ইনক্রিমেন্ট বা প্রোমশন হলে একটা খাওয়া দাওয়ার আয়জন করা। এই আয়োজন দুই ধরনের হয় (1) ফোর ভিত্তিক খাওয়া-দাওয়া (2) সম্পূর্ন অফিসের সবাই মিলে খাওয়া-দাওয়া। এই আয়োজন করার জন্য 5/6 জনের একটা কমিটি আছে আমরা এটার নাম দিয়েছি খাওয়া-দাওয়া কমিটি। কমিটির সদস্যরা খুব সচেতন, এত মানুষের খাওয়ার খরচ বহনের জন্য ওনারা পদবী ও বেতন অনুপাতে চাঁদা হার নিধর্ারন করেন। অফিসের সবাই উৎসাহ নিয়ে এতে অংশ গ্রহন করে। বেশীর ভাগ সময় হরতাল হলেই এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। গত রবিবারের হরতালে আমিসহ কয়েকজন অফিসারের স্পন্সরে খাওয়া-দাওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।