আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
বুকটা জুড়ে খোদাই করে
লেখা আছে তোমার নাম,
তোমার জন্য পায়ে আমার
পড়ছে ঝরে মাথার ঘাম।
তোমায় আমি ছাড়বো না গো
সামনে যতই বাধা আসুক,
প্রয়োজনে লড়াই হবে
রক্তে না হয় জগত ভাসুক।
দল বুঝি না মত বুঝি না
মানুষ বুঝি এই আমি,
মানুষকে যে মানুষ বলে
মনে করি সেই দামি।
দলের জন্য হারাই যদি
তোমায় তবে শুনে নাও
রক্তে আমি ভাসিয়ে দেবো
সাগর-নদী নগর-গাঁও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।