আমাদের কথা খুঁজে নিন

   

চবি’র ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বৃহস্পতিবার দুপুরে তাদের প্রতি কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ।
এ চার শিক্ষার্থী হলেন- দর্শন বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আদর, হিসার বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের বশির আহমেদ, নৃবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের মিজানুর রহমান মিনু এবং অর্থনীতি বিভাগ দ্বিতীয় বর্ষের মো. শাজাহান।
অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য। তার মধ্যে মীনু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও আদর কার্যনির্বাহী কমিটির সদস্য। 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রক্টর জানান, চবি সাংবাদিক সমিতির সভাপতি ও যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খন্দকার হেদায়েত উল্লাহ পলাশকে লাঞ্ছিত করায় সাখাওয়াত হোসেন আদর ও বশির আহমেদকে কারণ দর্শাতে বলা হয়েছে।
আর চাঁদা না দেয়ায় ক্যাম্পাসের এক ফটোকপি দোকানদারের উপর হামলার অভিযোগে মিজানুর রহমান মিনু এবং মো. শাজাহানকে কারণ দর্শাতে বলা হয়েছে।
আগামী তিন দিনের মধ্যে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে বলেও জানান প্রক্টর।
সোমবার দুপুরে শাটল ট্রেনের সিটে বসা নিয়ে হেদায়েত উল্লাহ পলাশকে লাঞ্ছিত করে ট্রেন থেকে নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।
শনিবার রাতে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করে ফটোকপি দোকানের মালিক জিয়াউর রহমানকে ধারালো ছুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।