আমাদের কথা খুঁজে নিন

   

= বিধেয় প্রতিদান

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আলো-অাঁধারীর অনন্ত দৌড়-বৃত্তে মানব আমাদের বসবাস। রাতের প্রসবী ভোর জন্ম দেয় দিনের সূর্য গোলার্ধ পেরিয়ে মৃতু্য হয় রাতের কবরে, সময়ের ঘন্টা বলে- সকাল, দুপুর, বিকেল এবং রাতের কুয়াসা চাদর বিছাতেই ক্যালেণ্ডার লাফ দিয়ে ঘুমিয়ে পড়ে তারিখের ঘরে। এভাবেই কেটে যায় দিন, মাস, বছর, যুগ এবং শত-সহস্রাব্দ। বর্তমানের আদালত বসে আছে ভবিষ্যতের দিনে নিয়মের ঘোষিত রায়কে আমরা বলি 'ইতিহাস'। প্রতাপীত অতীত শক্তি, শির, মজ্জারা মিশে আছে কালান্তরের বালুকা তলে, ওদেরে মাড়িয়ে, খুঁড়ে, নিংড়ে বসতী বাঁধে হাল-এর বাসর।

প্রলুব্ধ অহংপায়ী কে তুমি বেঘোর স্বরূপেরে ভাব ধুলো-বালি, ঝেড়ে হও ক্ষান্ত অছুঁৎ, সমানে খোঁজ ব্যবধান উঁচু-নীচ আপনারে দেখ সুউচ্চ লুব্ধক। তাপিত সারাটি দিনে গলে বরফের চাক স্রষ্টার উপহারে জানা নেই আয়তন, এ আলোর পরিধি জনে জনে বিভিন্ন উত্তাপ। বিস্মৃত হও ভ্রান্ত খেয়ালী উদ্যত আত্মীয় উপাদান আগুন, পানি, বায়ু এবং মাটি তোমার আপনজন। ঘটনাতথ্য সংরক্ষিত আন্তঃতথ্যাগারে ক্ষণের মোড়কে মোড়া বীজ, কর্ম, ফসল দূরাগত প্রজন্ম উকিল, বিচারক লিখবে নথি, গণ-মানুষের হৃদয়াদালতে বিচার হবে আত্মার। প্রশান্তি নিবেদন অথবা অশান্তি আবেদন পৃথিবীর দান, আজকের সৃজন-অর্জন-সঞ্চয়ে প্রায়োগিক উপায়ে বিষণ্ন কি প্রসন্ন অনাগত থেকে অনন্তে অপেক্ষিত প্রতিদান।

09.09.2006 জোৎস্না ভেজা মরুরাত, রাবওয়া, রিয়াদ, সেীদি আরব। ছবির জন্য [link|http://img.timeinc.net/TFK/games/timeline/nonshock/images/history.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।