ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
ঘর পোড়া আগুনে খুঁজছি ঘর-
পোড়া মাটি কয়লার ছাই দেহখানি
কী ক'রে পাবো তোমার ঠিকানা!?
বৈশাখীর হা-হুতাশ এমনি ছিলো যে তখন
এতোটুকুও সয়নি তর বসন্ত আগমনের।
পশ্চিমের দিক-ভাল থেকে উড়ে এলো ঝড়
ছিন্নভিন্ন ক'রে দিলে সাজানো সংসার-
ভাঙনের আস্তাকুঁড়ে খুঁজি সময়ের পান্ডুলিপি।
দেখো- দুঃখেরা দীঘল হয় স্বপ্নের সৈকতে!
নিয়ত এ আমি হাঁটি বালির মরিচীকায়
স্বপ্নেরা ঠিকানা আজ ঊষর মরুর ক্যাকটাস।
রক্তাক্ত হৃদয় তবু বেশুমার দিন গোণে
পথ ভুলে শুধু অবুঝ পাগলপারা হ'য়ে যায়!
01.09.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।