আমাদের কথা খুঁজে নিন

   

আজ পবিত্র শবেবরাত

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আজ পবিত্র শবেবরাত। ইসলামী বর্ষপঞ্জিতে যে পাঁচটি রাত অত্যন- বরকতময় ও মর্যাদাপূর্ণ তার মধ্যে শবেবরাত অন্যতম। আজ বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন সেই অন্যতম বরকতময় রজনী পবিত্র শবেবরাত। ইসলামী সাহিত্যে এ রাতকে সৌভাগ্যের রাত, মুক্তি এবং ক্ষমা প্রার্থনার রাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাদিস শরীফে উল্লেল্লখ আছে, শবেবরাতের রাতে আল্লাহপাক স্বীয় নূরের তাজালি্লসহ দুনিয়ার নিকটতম আকাশে অবস্থান করেন এবং আহ্বান করেন_ আছে কি কোন ক্ষমা প্রার্থনাকারী? যাকে আমি ক্ষমা করব। আছে কি কোন জীবিকা প্রার্থনাকারী? যাকে আমি জীবিকা দান করব। এভাবে মহান আল্লাহতায়ালা ফজর পর্যন- এ আহ্বান করেন। হাদিস শরীফে আরও আছে, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, তোমরা শাবান মাসের মধ্যবতর্ী রাতে দাঁড়িয়ে নামাজ আদায় কর এবং দিনে রোজা পালন কর। তিনি আরও ইরশাদ করেছেন, শাবানের এই রাতে আল্লাহপাক গুনাহগার উম্মতে মোহাম্মদীর গুনাহ মার্জনা করে দেবেন।

এ রাতে যে বেশি বেশি নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করবে, সে তত বেশি রহমত-বরকত লাভে ধন্য হবে। পবিত্র শবেবরাতের নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তসবিহ পাঠ, জিকির করা, কবর জিয়ারত করা, দোয়া-ইস-েগফার করা হ"েছ বরকতময় এবাদত। এ পবিত্র রাতে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার শরীফ এবং মাজারে ইবাদত-বন্দেগীর ব্যবস্থা করা হয়েছে। দিবসটি ধমর্ীয় ভাবগাম্ভীর্য এবং মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন ধমর্ীয় সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক পৃথক আলোচনা সভা, সেমিনার, জিকির-আজকার, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। অনেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও নিয়েছেন।

পবিত্র শবেবরাত উপলক্ষেজাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।