আমাদের কথা খুঁজে নিন

   

= বিধ্বংসী কারণিক

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

জগতের যেখানেই খুঁজে পাবে না অনুভব সেখানে মহানুভব প্রাতাপীত হলে কভু বিচলিত হয়ো না বিদ্্বগ্ধ, এই হলো প্রতিদান। ন্যায়ের দণ্ড প্রতিষ্ঠা হতে উমর পারেন, আশি বেত্রাঘাতে দিতে প্রাণপ্রিয় পুত্রকে বলিদান। শতাব্দী ঘিরে প্রকৃতি বিনাশী, উত্তাল ভূ-তলে কম্পন তো পাতালের আগুনে জ্বলে সাগর, সাগরের নিঃশ্বাসে বিধ্বংসী গতি ভয়ংকৃত উচ্ছাসে ফোলে শরীরীস্ফীতি। আকাশ কাঁদে না আর যমীনের বুক ফাটা দিনে যুলুম ফলানো দেশে দেশে দূর্গ গড়ে 'ফারাক্কা বাঁধেরা'। মহামার ঢুকে চুপিসারে রক্তে, অস্থিতে যেমন ফসলের ক্ষেতে পড়ে ইঁদুর চৌকাঠে উইপোকা; উচ্ছিষ্ট জীবনকে চেটে খায় প্রজন্মের নির্বোধ। ভূ-খণ্ডে ভূ-খণ্ডে ভরা পেটের দুয়ারে খালি পেট বলে ঃ -'এক মুঠো ভাত দাও! ক্ষুধা নিবারিব!' -'দু'টুকরো কাপড় দাও! তোমাদের মত হবো!' ='কে তুই ব্যাঘাতিলি সুর-সংগীতে ছায়াবীথি-ছান্দিকতার আরাম দুপুরে?' ক্ষুদিত পেট চলে আর বাদীর কণ্ঠে বলে ঃ 'বিচার কর প্রভু'! এখন দুর্বলের লাল রক্তে তুলি ডুবিয়ে আাঁকে সাম্রাজ্যের জলছবি আধুনিক বিশ্ব-গ্রামের স্বাপি্নক কবি, ভাবি জগতের পাল পদবী লোভী জল্লাদেদের রাখাল। তোমার স্বপ্ন-সঞ্চয় অচল কিংবা সচলতা যদি হয় যুগের জল্লাদের এক চোখের রঙ, তবে লাঞ্ছনার নিঃশেষ লিখে নাও কেয়ামত-পূর্বাবধি সচল সংবিধানের পাতা থেকে। কালের জন্মদিন থেকে মৃতু্য নিঃসীমে অপরাধীর নেকাবে তুমিও একজন, ওরা নয়, যারা অনুভবে বিদ্্বগ্ধ এবং কর্মে-সুন্দরে-সাফল্যে আলোকিত মহাজন। 07.09.2006 শেষ প্রহর রাত্রি ভোর, রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.causemarketing.com/Cause

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।