কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
অনেক চলেছি পথ জনপদে, মরুভূমে
স্রষ্টার বেঁধে দেয়া সময়ের এক যুগ ধরে,
স্মৃতিতে লটকানো আছে
সমূহ ইন্দ্রিয়-পাওয়া।
মহাজাগতিক মনটাকে বসিয়ে দিলাম
মহাসড়কের ধারে,
ছুটে আসে ছুটে যায়;
আধুনিক মুসাফির দল মধ্যাহ্নের বিশ্রাম সাজায়।
গাড়ী থামে ছায়া বৃক্ষের মায়ায়,
পুরুষেরা রঙিন গালিচা বিছায়,
তাঁবু গাড়ে রৌদ্র তপ্ত দুপুরে;
ভিত্তি রচে না এখানে কোন ইমারত
যদিও চঞ্চলহীন অঞ্চল ঘুমায় ধু ধু খালিস্থানে।
মনের দেয়ালে ঠুকে রাখি টুকরো স্মরণ
পৃথিবীর পথে পথে মুসাফির আমিও যে একজন।
মহিলারা চড়ুইভাতি রাঁধে তিন পাথরের উনুনে,
ওরা স'বে মিলে সিজদা করে
আমি চেয়ে চেয়ে দেখি ওরা ভোজন করে
নিদ্রিত কিছুটা প্রহরাংশ কাটায়।
তারপর কর্তার আহবান-
গোছাও আয়োজন
তুলে নাও যা কিছু আগামীর প্রয়োজন।
পথের ধূসরতায় মিলায় মুসাফির
পড়ে থাকে রিক্ত পদচিহ্ন নিয়ে ভূমি,
বালিতে কার্পেটের ছাপ, ভেজা সিক্ত এখান-ওখান,
চর্বিত হাড়, খালি প্যাকেট, টিনের কৌটা
আর একরাশ শব্দাবলী বাতাসে-ইথারে।
আমি তুলে নেই ঠুকিত স্মরণ
বলি ঃ সুভাগা তোমরা যাত্রীদল!
কোথায়, কখন যাবে
গন্তব্যে কি পাবে
তোমাদের জানা স'বি;
দুর্ভাগা এই কবি
জন্মাবধি এ গ্রহের পথে চলি
কুড়াই তরু-লতা, ঝরা পাতা রান্নার
পুঞ্জিত লোভে সঞ্চিত করি হীরা, মোতি, পান্নার।
অথচ জানিনা গন্তব্য কোথায়, ক'বে পেঁৗছুবো?
পাবো কি সেখানে স্বপ্নীল সুখ,
না কি অপেক্ষিত আছে কষ্টেনা কান্নার!
05.09.2006
উষ্ণ রাতের বিভোর
ক্লান্ত-শ্রান্ত শেষ প্রহর,
রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.silkroadandbeyond.co.uk/images/360_egypt_b_022.jpg|K
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।