। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।
।
1
চোখের ভেতর বসত করে
লক্ষ হাজার রাগ
চোখের ভেতর সাত সমুদ্দর
চোখের নিচে দাগ।
2
চোখের নিচের কালিগুলো
অনেক আগের মরচে পড়া
কেউ বা ভাবেন শখের বশে
বেখেয়ালে সৃষ্টি করা।
3
অনেক কিছু দেখছি কিন্তু
চোখ দিয়ে চোখ যায় না দেখা
তাই বলে আর হচ্ছে নাকো
রূপ-চর্চার কাব্য শেখা।
4
কেউ কেউ হঠাৎ চমকে উঠে-
কালি কেন চোখের নিচে ?
সত্যি কথা শুনেও ভাবে
বলছি আমি নিছক মিছে!
5
ভাবছি এবার থাকবো জেগে
চোখ দুটোকে ঘুম পাড়িয়ে
কালো চোখের স্বপ্নগুলো
ধরতে হবে হাত বাড়িয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।