আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: সিংগাপুর বোটানিক্যাল গার্ডেন থেকে (1)

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

ইরানী বান্ধবীর পিচ্চি বোন এসেছে বেড়াতে। সেই উপলক্ষ্যে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ করেই। উইক ডে, সবাই কাজে ব্যস্ত। তাই ঠিক হলো খুব ভোরে যাওয়া হবে। সকাল ছয়টায়।

সিংগাপুরে সূর্য ওঠে 7টার দিকে। ঘুম থেকে সাড়ে 5টায় উঠে দেখি দুনিয়া অন্ধকার। তার মধ্যে আবার ঝুমায়ে বৃষ্টি। বান্ধবী মেসেজ পাঠিয়ে জানতে চাইলো আসলেই যাবো কি না। মাথায় আসলো, এই ঘন বৃষ্টির পরে বোটানিক্যাল গার্ডেন পুরো চকচক করবে।

সুতরাং অবশ্যই যাওয়া উচিত। কিছুক্ষন পরে ভোর রাতের মায়াময় বৃষ্টি থিতিয়ে আসে। টিপটিপ বৃষ্টি মাথায় করে অন্ধকার ভোরে রাস্তায় নামি। যা ভেবেছিলাম আসলেই তা হয়েছে। বৃষ্টির পরে পুরো সবুজ নিয়ে প্রকৃতি যে হাসিটা হাসে, সেটার কোন তুলনা নাই।

বোটানিক্যাল গার্ডেনের সব পাতা আর ফুল যেন সদ্য স্নান করেছে এই নতুন ভোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।