আমাদের কথা খুঁজে নিন

   

= ঔদাসীন্যের দিন-পঞ্জিকা

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

ভোরের আধখোলা চোখে উঁকি দিয়ে সূর্যটা ডেকে বলে তুমি নাকি অঢেল সঞ্চয়ী দারুন হিসেবী। সাফল্য ঘেঁষাঘেঁষি করে চলো; 'রাতের হিসেটা দেখে নিও একবার'। আমি চমকে উঠে দেখি তার চোখে চোখ রেখে আর তাকানো যায় না। মধ্যাহ্নে এসে ছায়ার বৃত্তে গেঁথে ঘাম ঝরানো প্রশ্ন ছোঁড়ে উত্তাপে উত্তাপে 'সকাল বেলার অর্জন কি হে'! আমি মাথা নিচু করে ছায়ায় লুকাই চাইতে পারি না তার অবয়বে। তাকিয়ায় হেলান দিয়ে চেষ্টিত হই সুপেয়, সুস্বাদুদের হজম ক্রিয়া ঘটাতে, সু-স্বাস্থ্য ভেবে স্ফীতি পেতে। বিকেলের নরম রোদেরা আমায় খোঁজে আরো ক'টা গড়ান দিতে যে খুউব ইচ্ছে করে। অস্তাচলের পরে ঘুম ঢুলুঢুলু চোখে দেখে যায় আলোর প্রদীপ শংকিত হই, চেতনা জাগাই! তখন অনেক দেরী হয়ে যায়, আমার সারাটি দিনের ফসল শুুধুই হায়! হায়! 04.09.2006 একদার হেজাজ-বুকের কর্মবিহীন অলস দিন-রাত, রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://missymichel.tripod.com/works/lazyday.gif|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।