আমাদের কথা খুঁজে নিন

   

এ তো নয় শুধু ভালোবাসা, এ যে স্বর্গীয় আবেশের অন্তহীন কথকতা ...

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

কেউ বলবে ছ্যাঁকা খাইছি, কেউ বলবে ধরা খাইছি, কেউ বলবে বোকামি করছি, কেউ বলবে বাঁইচা গেছি (" বড় বাঁচা বাঁচছস, অ ভালো ছিল না ") , কেউ বলবে এমনি যে হবে তা আগেই বোঝা উচিত ছিল, কেউ মুখ ভেংচাবে ঠিকি আছে , একদম ঠিক হইছে; কেউ বা বলবে বয়সের দোষ, কেউ বা বলবে সময়ের দোষ, কেউ ঝাড়বে - ক্যায়া বাত হ্যায়...বিয়ে করে ফেলো... দায়িত্ব এসে যাবে... জীবনের ঠেলায় আর ওসব নিয়ে মাথা ঘামানোর সময় পাবা না, কেউ বলবে ভুলে যাও.....ঐ চ্যাপ্টার কোজ করে ফেলো , কেউ বলবে ....কি হইছে একজন গ্যাছে ত আরও দশজন আইবো.... ; কেউ উপদেশ দিবে বাইরে চলে যাও, কেউ বা হাসবে - কি মিয়া দেবদাস হইয়া গ্যাছো নাকি....., কেউ দুঃখ পেয়ে বলবে - দেইখো অও সুখী হবে না.... এইভাবে সুখি হওয়া যায় না .... ! ! ! , কেউ প্রশ্নকরবে এমন কারো জন্যে কেনো কষ্ট পাবা, যে অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের পথ দেখে ? , কেউ বা সাহস দিয়ে বলবে - যাক এখন ত তুমি মুক্ত,স্বাধীন, কোন ঝামেলা নাই ..... আমি বলবো ...... আমি ভালবেসেছি.......ভালবাসাকে হিসেবী ব্যবসায়ীর মত লাভক্ষতির দাঁড়িপাল্লায় নাই বা ওজন করলাম......... যে ভালবাসা একদিন ক্ষণিকের জন্যে হলেও দুটি হৃদয়ে আবেগের জোয়ার এনেছিলো .......... দিয়েছিলো অকৃত্রিম আনন্দ .......যে ভালবাসায় দুজনের অজান্তেই কেঁদেছি দুজনে......দুলেছি বিশ্বাস-অবিশ্বাসের দোলায়........ যে ভালবাসায় সিক্ত হয়ে এতদিন দুটি হৃদয় ভুলেছিলো জীবনের কর্দমাক্ত কোলাহল ....... সেই ভালবাসা আর কোথাও ঠাঁই না পাক.... আজীবন , ঠাঁই পাবে আমারি হৃদয় মন্দিরে.......এই ভালবাসাকে আমি এতিম করবো না বরং লালন করবো নিখাদ মমতায়......জানি এই ভালবাসা শুধুই কাঁদাবে , বাড়াবে ক্ষত.....কষ্টের দিনলিপিতে এ শুধু কষ্টকেই উসৃকে দিবে......কুঁড়ে কুঁড়ে নিঃশেষ করবে আমাকে ...... তারপরেও কেউ আমাকে স্বার্থপর হতে বলো না .....বলো না অকৃতজ্ঞ সুবিধাবাদী হতে.... আর সবাই ভুললেও আমি ভুলিনি .... এই ভালোবাসাকেই পাওয়ার জন্যে একদিন আমি কেঁদেছিলাম অঝোর ধারায়......বুঝিনি, তখন কষ্টকেই পাওয়ার জন্য কষ্ট করে কেঁদেছিলাম ! ! ! আর এই ভালবাসাই আমাকে আরো কাঁদাবে ..... হয়তো আজীবন ...... যতদিন আছি ....হৃদয়ে ক্ষত নিয়ে.....ভালবাসার ক্যানসার নিয়েই বাঁচবো............. তবুও কখনো বলবো না.... "অবিশ্বাসী নষ্ট ভালবাসা তুই বিদেয় হ ! ! ! "...........তবুও বলবো " ভালবাসা, তুমি ভালো থেকো .....আমাকে ভুলে যেও......তোমারি পৃথিবীতে ধরা দিক আমার সকল আনন্দ ভুবন ....... " শুধু আমিই সরে যাবো দূরে .....বহুদূরে .....যতদূরে যাওয়া যায় ...... তবেই না আমি বলতে পারবো .....রাজকন্যা ! ! ! একদিন তোমায় ভালবেসেছিলাম ! ! ! ...... এ যে শুধু ভালবাসা নয়.....এ তো স্বগর্ীয় আবেশের অন্তহীন কথকতা ..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।