গত শনিবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরে চার ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নেমে গেছে চেলসি। এরপরই থেকেই স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়োর এই উপলব্ধি।
এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ছয়টি শিরোপা জিতেছিলেন মরিনিয়ো। প্রথম লিগ শিরোপাটা জিতেছিলেন প্রথম বছরেই।
স্মৃতিচারণায় তিনি বলেন, “না, ২০০৪ সাল আবার ফিরে আসবে না।
সে বছর অক্টোবরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমরা হেরেছিলাম- সেটাই আমাদের একমাত্র হার ছিল। তবে সেটা আলোচনার বিষয় নয়। মূল কথা হলো আমরা অপরাজেয় নই। এটা (বর্তমান চেলসি) ভিন্ন একটা দল। ”
তাই বলে দলের এমন হতাশার ফলও মেনে মিতে রাজি নন ভিন্ন দুই দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো।
তিনি বলেন, “এখানে আমি কাজ করতে এসেছি। আমি চাই সময় নিয়ে কাজ করতে, খেলোয়াড়দের উন্নতি করতে এবং তাদের ও আমাদের সম্ভবপর সেরা খেলাটা খেলতে। আমাদের কার্যকর ফুটবল খেলতে হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।