সময়ের সুতো ছেড়া ঘুড়ি।
আমি অনেক কিছু চেয়েছি, তাই আমার পরাজয়। আমার আকাঙ্খার শেষ নেই ! আমি হৃিদয় চেয়েছি, পাইনী । আমি বন্ধু চেয়ে শত্রূ পেয়েছি। আমি ঘর চেয়ে ঘর ছাড়া।
আমার সবকিছু দিতে চেয়েছি, নেবার মতো কেউ াছল না । যে নেয়, সে কেড়ে নেয়, দিতে চাইলেও দান হয় । দাতা গ্রহৗতার চেয়ে বড় । আমার ডালা নিয়ে তাই আমি বার বার ফিরেএসেছি। আমার জন্ম অহঙ্কার ধাক্কা খেয়েছে ।
আমি বুঝি সব, কিন্তু সামলাতে পারিনা নিজেকে । একই ভুল বার বার করি । কিছু কিছু ছাত্র আছে যারা কিছুতেই শিখতে চায়না । জগৎ পাঠশালায় আমিও তেমন এক ছাত্র ।
আমি মেঘ চিনি, নারীর মন চিনি না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।