- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
আমি জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায়,
কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত।
আমি জন্মেছিলাম বৃষ্টিভরা আষাঢ় সকালে,
কিন্তু আমি ভালোবাসি চৈত্রের সন্ধ্যা।
আমি জন্মেছিলাম দিনের শুরুতে,
কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন মধ্যরাত।
আমি জন্মেছিলাম ছায়াসুনিবিড় এক গ্রামে,
কিন্তু ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা।
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম,
কিন্তু এখন আমার সবকিছুতেই হাসি পায়।
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃতু্যর প্রয়োজনে বড় হচ্ছি \
স্ববিরোধী
-- নির্মলেন্দু গুণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।