আমাদের কথা খুঁজে নিন

   

সময় এখন মাঝরাত

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

শুয়ে আছি সেই লাশকাটা ঘরে চাদরহীন বিছানায়, প্রানহীন নিজের লাশটাকে দেখি স্বস্তিতে ঘরটায়। ছুয়ে দেখার নেই অভিলাষ জানি হবেনা অনুভূতি, কিছু সময় আগেও এই দেহে ছিলো প্রান, ছিলো অনুভূতি জড়ানো টুকরো টুকরো স্মৃতি। [গাঢ়]মাছির ভন ভন মুখের চারপাশে [/গাঢ়] [গাঢ়]লোভি ইঁদুরের পায়চারি মেঝেতে[/গাঢ়] [গাঢ়]নিঃশ্বব্দে ঘরে এসে ঢুকে ডোম [/গাঢ়] [গাঢ়]হাতে ঝং ধরা ভয়াল যন্ত্র সব,[/গাঢ়] [গাঢ়]শুরু হয় দ হাতের কারুকাজ[/গাঢ়] [গাঢ়]বৈকুণ্ঠির নবতলে ঝিঁ ঝিঁ পোকার শব্দে[/গাঢ়] [গাঢ়]হুক্কা হুয়া শিয়ালের ডাক জানায়[/গাঢ়] [গাঢ়]সময় এখন মাঝরাত।[/গাঢ়] চেয়ে দেখি বিখন্ডিত লাশকাটা চাদরহীন বিছানায়, দ্রুত হাতে সেরে যায় কাজ ডোম, আবছা আলোর ঘরটায়। আত্মরক্ষার নেই অভিলাষ শুধুই চামড়া কাটার শ,ব্দ বিছানার পাশ বেয়ে পড়ে নিজেরই পচা রক্ত। দূর্গন্ধ নাকে ভেসে আসে পালিয়ে যাবার নেইকো ঝোঁক, কোটর চিড়ে বেরিয়ে আসে কুৎসিত নিজের দুইচোখ। বুক চিড়ে বের করে আনে ডোম, থেমে থাকা হূৎপিন্ড, বুকের জমানো কষ্টগুলো হায় হয়ে যায় খন্ড-বিখন্ড। ললাটে লেগে থাকা ভালোলাগার হাজারো স্মৃতি, আজ বুঝি অনুভূতিহীন সবকিছুর হবে ইতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।