সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
হুমম আরো একটা পাওয়া গেছে। প্রায় একই ক্যাটাগরীর। অবশ্য এইটারে আরো একধাপ বেশি মনে হচ্ছে। না হলে শপথ নেয়ার আগেই চাপাবাজি শুরু করে ? আর এই চাপাবাজি করতে গিয়েই ধরা খাইছে। এখন কয় না আমি চীনা কোম্পানীর টাকায় বিদেশে ঘুইরা বেড়াইনাই।
ওরা এমনিতেই কাজটা পাইছে।
আরে ভাই নতুন নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর সাহেবের কথা বলছি। বিরোধী দল কয় এই বেটার বাড়ি বগুড়ার গাবতলী এবং দুবার তাকে রাষ্ট্রপতি কোটায় পদোন্নতি দিয়ে সচিব বানিয়েছে এই সরকার। কিন্তু তার এতোই গুন অবসরের পর বসিয়ে রাখা ঠিক মনে হয়নি। তাই নির্বাচন কমিশনার বানানো হয়েছে।
কিঞ্চিৎ পাগল এম এ আজিজ...... অপারেশন ক্লিন হার্টের সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে যে বিচারপতি মাহফুজুর রহমানের বাড়ি থেকে সেই জ্ঞানী, সঙ্গে আছে স ম জাকারিয়া এবং শেষে যোগ হলো হাসান মনসুর।
বাহ ! দুর্দান্ত !! কি চমৎকার দেখা গেলো!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।