আমাদের কথা খুঁজে নিন

   

মামুর কথন-একটু সামহয়ার ইনরে তেল মারি



যখন কোন সম্পাদক একটা ছড়া ছাপাতে ছিল না রাজী যখন মামুর বিয়ে পড়াতে পাওয়া যাচ্ছিল না কোন কাজী যখন কোন মেযে হতে চায়নি মামি ভেবেছিল মামুকে বিয়ে করা হবে বোকামী যখন টাকের দুশমন ব্যবহার করে মামু করেছিল ভুল আস্তে আস্তে একে একে মামুর উঠে যচ্ছিল চুল যখন কোন সিএনজি আলা মামুকে নিয়ে যাচ্ছিল না গুলশান তবু তাদের হাতে পায়ে ধরে মামু বলেছিল নিয়ে যান, নিয়ে যান যখন ছয় নম্বার কাঠবডি বলেছিল আমাদের কোন ক্ষয় নাই হাতল ধরে ঝুলে যাবেন আপনার কোন ভয় নাই যখন সাইফুর রহমান ভ্যাট ট্যক্স ধরেন নাই কারন তখনও মামু ছড়া লিখা শুরু করেন নাই তবু মামুর জীবন ছিল শান্ত আগাগোড়া আদ্যপান্ত আজ ছড়া লিখে মামুর জীবন বরবাদ সামহয়ারইন তোমাকে ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।