আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]আধ-খোলা দরোজাঃঃআবদুল মান্নান সৈয়দ[/গাঢ়]

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কবিতাটি প্রথম পড়েছিলাম 20-21 বছর বয়সে। সম্ভবত কোনো লিটল ম্যাগাজিনে। এখনও পড়ি; আবদুল মান্নান সৈয়দের নির্বাচিত কবিতার বই আছে ঘরে। তবে আগের পড়া আর এখনকার পড়ার মধ্যে ব্যাপক ফারাক। কবিতাটি পড়লেই জীবন জিজ্ঞাসায় জর্জরিত হয়ে যাই।

আপনাদের অনুভূতি জানার জন্য প্রিয় কবিতাটি শেয়ার করলাম। [গাঢ়]আধ-খোলা দরোজাঃঃআবদুল মান্নান সৈয়দ[/গাঢ়] সব অভিজ্ঞতাগুলি একে একে হয়ে যাচ্ছি পার। চৈত্র অতিক্রান্ত হলে মেঘে মেঘে ঘনায় আষাঢ়। সমস্তের মধ্যে যেন হাত ধরে নিয়ে যাচ্ছে কেউ। বস্তুপৃথিবীতে ওঠে অবিরাম বিভ্রমের ঢেউ।

নাচে তিনটি কবুতর স্তব্ধ লাল টালির উপর। জানি না কী বলবো একে- অভিজ্ঞতা? প্রকৃতি? ঈশ্বর? আমাকে যে নিয়ে যাচ্ছে- হাতে-টানা রিকশায় শয়ান- তার মুখ দেখিনি তো। নিঃশব্দে সঁপেছি মনঃপ্রাণ। আধ-খোলা দরোজার মধ্য দিয়ে দেখেছি সংসার। এইমাত্র বাস্তবতা- এই এলো বিভ্রম আবার! আধ-খোলা দরোজার মধ্য দিয়ে দেখেছি দোজোখ ওপাশে জ্বলন্ত, আর এদিকে প্রশান্ত স্বর্গলোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।