[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
199তম পোষ্টে সযত্নে লেখা একটি কবিতা পোষ্ট করে ভেবেছিলাম প্রিয় ব্লগার ত্রিভুজ এর মত ঝুলে খাকব 200 তম পোষ্টে অতি মনোরম কিছু কখা বলার সুচিন্তিত ভাবের অপেক্ষায়। কদিন বেশ কিছু কাজে এমনেতেও ব্যস্ত থাকতে হবে।
............কিন্তু না পারলাম না। হৃদয়ের সূক্ষ নার্ভগুলিতে আগত অনাগত কবিতা তীব্র অনুভূতির খোঁচা মেরেই চলেছে ব্লগে র আকাশে উদিত হবার নিরলস মানসে।
মনে সাধ জেগেছে আরও কিছু পোষ্ট লেখার।
200 তম তো পেরোতেই হবে সেগুলোর প্রসব বাস্তবতায়।
একবার ভাবলাম কালপুরুষদার মত গোটা পঞ্চাশেক পোষ্ট মুছে দেই একনাগাড়ে দ্রুত। কিন্তু কেন মুছব। কি অধিকার আমার অত সুভাকাঙ্খির মন্তব্য উধাও করার? কালপুরুষ দার মত প্রানন্ত ইমোশনে প্রিয় মানুষ গুলোকে তো আমি বাস্তবতা হতে ধরে ধরে ব্লগে পোষ্টে ছুলিয়েও রাখিনি বুদ্ধিমান কারও বুদ্ধির ধারে লালসা লেপন এর জন্য। বেশীর ভাগ পোষ্ট ই তো আমার সৃষ্টি মনের ভাব মনের কথা আমার কবিতা।
থাকুক না যতকাল আছে এই ভাচর্ুয়াল জগত।
কিন্তু কি নিয়ে পূর্ণ করি 200 তম পোষ্ট .............................
পথিক হয়েছি মনে প্রাণে মুক্ত মনের আবিষ্কারে । কিন্তু কই মুক্ত কি আর হতে পারি। মনের মাঝে যে হাজারো পথের মিলন সেখানে নানা রঙের দাগ ..........সে তো আর মিথ্যে নয়। পুরোপুরি মুক্ত মনা আসলে বোধহয় হওয়া যায়না কখনই।
তাই ভাবলাম নিজেকে দাঁড় করাই ব্লগের ভার্চুয়াল কাঠগড়ায়...................
[রং=#336699][ইটালিক]দাঁড়ালাম ব্লগীয় কাঠগড়ায় আজ আমি...........
সবাই এখানে ভীষন মুক্ত.........................
জিজ্ঞেস করুন যার যা মনে চায় আমার পথ অনুসন্ধানী পথিক মনকে.................
চেষ্ট করব আমি আমার মত উত্তর দিতে সবাই কে.........................[/ইটালিক][/রং]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।