আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট দুঃখ কথা, সুখের ব্যাকুলতা..

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

4. জলের 'পরে পড়িলে জল কি হয় বলো? : ছল। তোমার সাথে আমার প্রণয় তেমনি, এক ও অবিকল। আমার নারীত্বে পুরুষসত্তা তোমার পুরুষত্বে নারী, আবহমান কাল বয়ে যায় তোমার-আমার আমার-তোমার অতুপ্ত আহাজারি। 5. বুকের মাঝে খড়্গ চলে দু'চোখ ভরে জল আমায় তুমি কি দিলে যে মন জুড়ে অনল? 6. মাঝরাতে অগি্ন নাচে দেহে ও ঠোঁটে তুমি থাকো আলোকবর্ষ দূরে তবু এমন বিস্ফোরণ কিভাবে ঘটে? 7. উপশমের খোঁজে গিয়ে কিনে আনি যন্ত্রণা দেশলাই থেকে শুকনো বনে দাবানলের সূচনা; কি করে নেভাই? 8. দু'চোখ জোড়া মরা কটালে দিলে জলজ ঢেউ দুঃখ হয়েই থাকো তুমি আমি নই তোমার অতি আপন কেউ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।