আমাদের কথা খুঁজে নিন

   

মন না মতি [ বিলম্বিত.... রাগ ইমনের জন্য ....]

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না । চারিদিকে চোখ মেলে তাকালাম.......না, তাও ভালো লাগছে না । আমি রিক্সায় বসা......বেশ আয়েশী ভঙ্গিতেই । রিক্সায় করে ঘুরতে ....আলতো চোখে চারিদিকে তাকাতে একসময় ভালোই লাগতো । শুধুভালো না,বেশ ভালো লাগতো ।

তবে সেই ভালোলাগার মাঝেও সামনের রিক্সাওয়ালাকে কখনো ইগনোর করতে পাারতাম না । প্রায়ই ভাবতাম, আমারি মত একজন মানুষ ঘাম ঝড়িয়ে আমাকে বয়ে নিয়ে যাচেছ.....আর আমি বিকেলের সি্নগ্ধ বাতাসে আপন মন প্রাণ ভিজিয়ে নিচ্ছি । কি অবিচার ! ভাবন াগুলো বেশী দূর যাওয়ার আগেই ঢোকগিলে হজম করতাম....কি হবে এইসব ভেবে ? তারচেয়ে প্রকৃতির রুপে নিজেকে সিক্ত করি । ভিতর থেকে মনটা আবার কঁকিয়ে উঠলো......উঁউঁউঁউঁ...ভালো লাগছে নাতো । তটস্তহয়ে ভালোমতো উঠে বসতেই ....সামনে আমারি সমবয়স্ক এক ছেলেকে প্যাডেল ঘুরাতে দেখলাম ।

তাকে জীর্ণ শার্টে রোদে পোড়া শরীরে শক্ত হাতে হ্যান্ডেল ধরে থাকতে দেখলাম । রিক্সায় উঠতে উঠতে তার উপর বেশ ক্ষেপেই ছিলাম ....এইটুকুপথ পনের টাকা চাওয়াতে.....এখন মনে হচ্ছে টাকাটা কমই হয়ে গেলো......সব ক্ষোভ চলে গেলো আমার বসের উপর .......কোম্পানির যতই লাভ হোক এমপলয়ীদের এক্সপ্ললয়েট করতে ছাড়বে না । যাই হোক সুযোগটা নিলাম । মনটাকে বল্ললাম.....ভালো লাগছে না, তাইতো....ঠিক আছে,তুমি সামনে বসো আর ছেলেটা পেছনে বসুক ....সিস্টেমটা রিভার্সহয়ে যাক । সামনে ব ে স বসে প্যাডেল ঘুরাও....নিশ্চয়ই খুব ভালো লাগবে.....আর ছেলেটাও একটু আরাম পাবে ।

এই অযাচিত অফারে মনটা এক মূহ র্তুকি যেনো ভাবলো....ভাবনার মধ্যে হয়তো সমাজের প্রেস্টিজটাও ছিলো ,নিজের লাভক্ষতির ব্যাপার ছিলো ( কি স্বার্থপর আমরা !!!)....তারপর অস্ফুটে কিন্তুঅদ্ভুত শান্তস্বরে বললো "না" । । আমি ছাড়লাম না,বললাম "কেন নয় ?" । মনটা বললো, " কষ্টতো, অনেক কষ্ট, কষ্ট করতে পারবো না" । আমি সুযোগের অপেক্ষাতেই ছিলাম .... রাগের ভঙ্গিতে বলে উঠলাম ....."এক থাপপর মারবো,ফাইজলামি পাইছো ? এমনেও ভালো লাগে না অমনেও ভালোলাগে না, ভালো লাগে কিসে ? মাইর খাও নাইতো,মাইর! এমন মাইর দিমুযে এক্কেবারে সিধা হইয়া যাইবা....." ।

মনে হইলো ঝারিতে কিছুটা কাজ হইছে ....মনটা কেমন যেনো কুঁকড়ে গেছে । যাক লাইনে আসছে তাইলে.....একটু প্রশান্তির ভাব আনার চেষ্টা করলাম.... বিজয়ের হাসি হাসার আগেই, মনটা কেমন আবার উদাস হয়ে গেলো..... "মারবা....মারো .....মার খেয়েই বা আর কি হবে....মারো! যতো পারো মারো , আর মাইর ! ! ! " ! লে হালুয়া, এতো দেখি এখন আমাকেই কাবু করে ফেলছে । একে ত এই অবসথায় আর কিছুই বলা যাবে না..... কি করতে আবার কি করে বসে...... অদ্ভুত মানব মন ..... মন না মতি । একে ধরন না যায় আবার ছাড়ন না যায় । আর একটু দূরেই বাংলামটর.... , ছুটির দিন তাই কিছুটা ফাঁকা রোড ।

রিক্সাটা এখন গলি ছাড়িয়ে বেশ প্রশস্তরোডে চলে এসেছে .....মনটা আরও উদাস হলেও শরীরটা প্রশান্তি পেলো । কিসেরো লাগিয়া এই যে দুনিয়া.... টাইপের ভাবনারা ভীড় করতে চাইলো কিনতুপাত্তা পেলো না......... মন এখন ভাববে.... "জীবনের দার্শনিক ভাষ্য" নিয়ে । ভাবুক............. রিক্সা থেকে নামার সময় চলে আসলো । নামতেই বৃষ্টি শুরু হলো । ঝুম বৃষ্টি.... মন ভেজা সুরেই বললো ভিজবো...... জানি আমার আপত্তি খাটবে না .....তাই আর বাগড়া না দিয়ে হিসাব করতে লাগলাম ...... গেট দিয়ে 5 তলায় উঠতে উঠতেই পানি ঝেড়ে নিতে পারবো.... তারপর ভোঁদৌড়ে ডকুমেন্টেশন ইউনিটে ঢুকে পড়বো .....কেউ না দেখলেই হলো....আর দেখলেই বা কি ? তারপর একঘনটা চুপচাপ কাজ...... ব্যাস বৃষ্টির পানি উধাও..... নিশ্চয়ই এই 1 ঘন্টার মধ্যে কেউ আর বোর্ড মিটিং কল করবে না ...... একটা নিঃশ্বাস নিয়ে বললাম ....হায়রে মন, তোর হইছেটা কি ?.....তুই চাস কি.... আর কত ভোগাবি আমায় ...... আর যে ভাল্লা লাগে না ...................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।