আমাদের কথা খুঁজে নিন

   

২ বছর পূর্তি ও কিছু অভিপ্রায়

এই জুনে আমার সামুয়ীয় বয়স ২ বছর পূর্তি হতে চলেছে। আমি শৌখিন ব্লগার। তাই হাওয়া হাওয়া থাকি। মাঝে মাঝে আসি ! ইদানিং অন্যের সমস্যা সমাধানের একটা নেশা কাজ করছে। তাই ইচ্ছা হল কিছু বিষয়ে লিখব। কিন্তু কোনটা নিয়ে লিখব,তা নিয়ে সন্দিহান। দ্বিধায় আছি| নিচের বিষয়গুলো নিয়ে বিস্তারিত লিখার ইচ্ছা আছে। কেউ যদি মনে করেন এর কোনটা আপনার কাজে লাগবে আমায় জানান,কেননা কেউ না আগ্রহ দেখালে হয়ত লিখাটাই হবে না ! [its damn true !] ১. সময় ব্যবস্থাপনা – time management ২. Stress Management ৩. হতাশা মুক্তি ৪. আত্মোপলব্ধি ৫. মানসিক শক্তি বৃদ্ধি ৬. সৃজনশীলতা – Creativity ৭. বুদ্ধি বাড়ানো ৮. সম্পর্ক উন্নয়ন [বিশেষ করে মেয়দের সাথে; এটা অনেকে চাইলে লিখব; কেননা অনেক জ্ঞানী আছে আমার থেকে !] আপাতত এই আর কি..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।