আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিং

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

প্রথম এ বলে নেওয়া ভালো আমার এই হ্যাকিং সমর্্পকে ভালো ধারণা নাই। তবে ইদানিং সময়ে একটা ঘটনা ঘটছে তার একটা অংশ তুলে ধরলাম Yahoo ID দ্্বারা যারা চ্যাটিং করেন তাদের জন্য আমার এই পোস্ট। তবে অন্যান্য ব্লগারা সবাধান থাকেন। এখন Yahoo ID হ্যাকিং চলছে। হ্যাকিং করার ব্যস্থতা একটু বণণর্া করি।

Offline msg আসবে। ঐ খানে কিছু লিংক দেওয়া থাকবে। তারপর ঐ লিংক এ ক্লিক করলে আপনি নতুন একটা পেজে প্রবেশ করবেন। আমি যে লিংক গুলো পেয়েছি: Click This Link http://www.geocities.com/x_amber.taylor_x http://www.geocities.com/x_amber.taylor_x http://www.geocities.com/x_amber.taylor_x Click This Link তারপর আপনার Yahoo ID & Password চাইবে। আপনি যদি লগইন করেন কাজ কিন্তু শেষ।

আপনার Yahoo ID & Password কিন্তু হ্যাকার পেয়ে গেছে। তারপর আপনি আর লগইন করতে পারবেন না। তারপর আপনার ম্যাসেনজ্ঞারে যারা আছে তাদের কেও ঐ হ্যাকার একটা করে লিংক দিবে। আপনি ঐ লিংক লগইন করলে ঐ একই ঘটনার রিপলে হবে। ঠিক এই ঘটনা ঘটেছে আমার প্রতিবেশী রাশেদ ভাইয়ার।

উনি ঐ রকম লিংক পেয়ে লগইন করেছে। আর আপনার কাছে যে offline msg আসবে তা আপনার পরিচিত yahoo ID থেকে আসবে। স্বাভাবিক ভাবে আপনি দেখতে চাইবেন কি দিলো ও....। ঠিক ঐ ভাবে রাশেদ ভাইয়ার yahoo ID থেকে আমি দেখতে গিয়েছিলাম। লগইন করার জন্যে yahoo ID & password দিয়েছি।

আমার yahoo ID & password হ্যাক হয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি যেই yahoo ID & password এবং দিয়েছে তা আমার অন্য আরেকটা yahoo ID যা খুব গুরুত্বপূর্ন না। সুতরাং চোরের উপর বাটপারি করে ফেলেছি। আর গুড নিউজ হলো রাশেদ ভাই উনার yahoo ID & password আবার ব্যবহার করতে পারতেছে। তবে অনেক চেষ্টার পরে।

তবে আমাকে উনি এখনো বলে নাই। তবে কিভাবে উনি উনার আইডি উদ্ধার করেছে তার ব্যাপারে আমি ঐপোস্টে লিখে জানাবো। কারণ আমারটাও উদ্ধার করতে হবে তো..... আর যারা অলরেডী ধরা খেয়েছেন...তারাও আমার মত..........(আম্মাআআ) বি:দ্র: আমি যে লিংক গুলো দিয়েছি। ঐ গুলো শুধু আপনারে সর্তক করার জন্যে। আপনারা কেউ ঐ খানে লগউন করে yahoo ID & passowrd দিবেন না।

এক্ষেত্রে সব ধরনের ধায়ভার আপনার উপর থাকছে। আমি শুধু সর্তক করলাম। সমাধান: yahoo sign in help option is there to retrive ur password, u need to provide them the infos that u gave them on sign up for ur ID. if matches, u can get new password, and u can change it at once

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.